This Article is From Aug 05, 2019

Jammu And Kashmir LIVE Updates: বন্ধ মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবা, রাজ্যের বহু এলাকায় জমায়েত নিষিদ্ধ

রাজ্যের বহু এলাকার মোবাইল ও ল্যান্ডলাইন ফোনের পরিষেবা বন্ধ। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা এবং সাজাদ লোনকে তাঁদের বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে।

Jammu And Kashmir LIVE Updates: বন্ধ মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবা, রাজ্যের বহু এলাকায় জমায়েত নিষিদ্ধ

গত সপ্তাহ থেকেই অতিরিক্ত আধা সেনা মোতায়েন করা হচ্ছে রাজ্যে।

নয়াদিল্লি:

৩৭০ ধারা, যার বলে জম্মু ও কাশ্মীরে (J&K) চালু ছিল ‘স্পেশাল স্ট্যাটাস' (Special Status), তা তুলে নেওয়া হল বলে সোমবার সকালে সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মন্ত্রিসভার একটি বৈঠকের পরে এই ঘোষণা করা হল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর ‘পুনর্গঠিত' হবে। রাজ্যটি দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হবে— একটি জম্মু ও কাশ্মীরে, অন্যটি লাদাখে।

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির লাইভ আপডেট জেনে নিন:

Aug 05, 2019 17:04 (IST)
চন্দ্রবাবু নাইডু জানালেন তাঁর দল 'তেলুগু দেশম পার্টি' ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছে।
Aug 05, 2019 17:02 (IST)
মানুষ এই দিনটার স্বপ্ন দেখেছে: শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
Aug 05, 2019 17:02 (IST)
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সকালে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনানোর অব্যবহিত পরেই বিজেপির জাতীয় সাধারণ সচিব রাম মাধব টুইটারে একটি পুরনো ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রীর, যেখানে তাঁকে দেখা ৩৭০ ধারা সংক্রান্ত কোনও অনুষ্ঠানে। ছবির সঙ্গে তিনি ক্যাপশন লেখেন, ''প্রতিশ্রুতি পূর্ণ''। 

Aug 05, 2019 16:57 (IST)
কংগ্রেসের গুলাম নবি আজাদের দাবি, বিজেপির ইতিহাস ও ভুগোলের কোনও জ্ঞান নেই। আরও ভোট পেতে জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করা হল। সোমবার সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়া প্রসঙ্গে এভাবেই বিজেপি সরকারকে আক্রমণ করলেন তিনি। 

Aug 05, 2019 14:52 (IST)
অসাংবিধানিক পদক্ষেপ: ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে যোগেন্দ্র যাদব
Aug 05, 2019 14:51 (IST)
 ''আপনারা আরও একটা প্যালেস্তাইন তৈরি করছেন'': সিপিআই(এম) নেতা বললেন কেন্দ্রকে

সিপিআই(এম) নেতা টিকে রঙ্গরাজন জানালেন, ''এটা কালো দিন।'' সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ''ভারতীয় সংবিধানকে ধর্ষণ করল বিজেপি সরকার। আপনারা জম্মু ও কাশ্মীর, লাদাখের মানুষের সঙ্গে কথা বললে না, আইনসভা বাতিল করে দিলেন, আপনারা কোনও নির্বাচন চান না। আপনারা আরও ৩৫,০০০ সেনা নিয়ে গিয়েছেন। আপনারা আরও একটা প্যালেস্তাইন তৈরি করছেন।''
Aug 05, 2019 13:42 (IST)
''আমাদের আশা এর ফলে শান্তি আসবে'': ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানালেন অরবিন্দ কেজরিওয়াল
Aug 05, 2019 13:41 (IST)
৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত AIADMK-র
Aug 05, 2019 13:15 (IST)
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানালেন, ''আজ  ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে কালো দিন। ''
Aug 05, 2019 13:06 (IST)
হাই অ্যালার্ট জারি হল দিল্লিতে

স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে হাই অ্যালার্ট জারি হল দিল্লিতে।
Aug 05, 2019 13:04 (IST)
''গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করল বিজেপি'': গুলাম নবি আজাদ
Aug 05, 2019 13:03 (IST)
৩৭০ ধারা রদের সিদ্ধান্তে সরকারের পাশে মায়াবতী
Aug 05, 2019 13:02 (IST)
পিডিপি সাংসদদের বিক্ষোভ সংসেদর বাইরে

Aug 05, 2019 13:00 (IST)
ঐতিহাসিক ভুল শুধরে নেওয়া হল: অরুণ জেটলি

Aug 05, 2019 12:59 (IST)
সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত, টুইটে জানালেন সুষমা স্বরাজ

বর্ষীয়ান বিজেপি নেত্রী সুষমা স্বরাজ সরকারের ৩৭০ ধারা রদের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করলেন। তিনি এই সিদ্ধান্তকে বর্ণনা করলেন ''সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত'' বলে।
Aug 05, 2019 12:54 (IST)
উড়িয়ে আনা হল অন্তত ৮,০০০ আধা সেনা
Aug 05, 2019 11:13 (IST)
আর কিছুক্ষণের মধ্যেই জম্মু ও কাশ্মীর বিষয়ে সংসদে বক্তব্য পেশ করবেন অমিত শাহ
Aug 05, 2019 11:12 (IST)
সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Aug 05, 2019 11:12 (IST)
সংসদে পৌঁছলেন রাজনাথ সিংহ
Aug 05, 2019 11:12 (IST)
অমিত শাহর বক্তব্যের আগে বিরোধীদের বৈঠক

সংসদে অমিত শাহর বক্তব্য পেশের আগে বিরোধী নেতারা বৈঠকে বসলেন। বৈঠকে ছিলেন বিরোধী নেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ এবং তৃণমূল নেতা ডেকের ও'ব্রায়েন।

Aug 05, 2019 10:19 (IST)
সকাল ১১টায় সংসদে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন অমিত শাহ
Aug 05, 2019 10:01 (IST)
নিজের বাড়ি থেকে বেরনোর মুহূর্তে অমিত শাহ

Aug 05, 2019 09:59 (IST)
জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে স্কুল খোলা

জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে স্কুল খোলা থাকবে। সেখানে ১৪৪ ধারাও জারি হয়নি। 
Aug 05, 2019 09:58 (IST)
মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Aug 05, 2019 09:56 (IST)
জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক গভীর রাতে বৈঠকে বসেন শীর্ষ আধিকারিকদের সঙ্গে।
Aug 05, 2019 09:54 (IST)
মন্ত্রিসভার বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বৈঠক
Aug 05, 2019 09:54 (IST)
নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক 

অন্যতম গুরুত্বপূর্ণ প্যানেল নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও আজ বৈঠকে বসবে। এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, অমিত শাহ, নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর। 
Aug 05, 2019 09:48 (IST)
অমিত শাহর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক 

মন্ত্রিসভার বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাশাপাশি মন্ত্রিসভা কমিটির সঙ্গেও বৈঠক অমিত শাহর।
Aug 05, 2019 09:45 (IST)
সকলের নজর মন্ত্রিসভার বৈঠকের দিকে

নয়াদিল্লিতে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। সকালে সাড়ে ন'টায় বৈঠক শুরু।
Aug 05, 2019 09:43 (IST)
জম্মু ও কাশ্মীরের নেতাদের নজরবন্দি প্রসঙ্গে পি চিদাম্বরম

রাজ্যের তিন মুখ্য রাজনীতিবিদ মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা এবং সাজাদ লোনকে তাঁদের বাড়িতে নজরবন্দি করে রাখার সিদ্ধান্তের নিন্দা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি জানালেন, ''জম্মু ও কাশ্মীরের নেতাদের নজরবন্দি করে রাখার অর্থ সরকার সমস্ত গণতান্ত্রিক নিয়ম ও আদর্শকে অবহেলা করে লক্ষ্যে পৌঁছতে চাইছে।''
Aug 05, 2019 09:39 (IST)
মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবা বন্ধ থাকায় শীর্ষস্থানীয় প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তা আধিকারিকদের স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে। তাঁরা এই ফোনের মাধ্যমে কেন্দ্রের সঙ্গে জম্মু ও কাশ্মীরের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা করতে পারবেন। 
.