Read in English
This Article is From Jun 08, 2020

সোপিয়ানে ৫ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

তিনি বলেন, ভালভাবে অপারেশন করা হয়েছে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)
সোফিয়ান:

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে (Jammu And Kashmir's Shopian) নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে লড়াইয়ে ৫ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, “অপারেশন রেবানে সোপিয়ানে ৫ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে”। তিনি বলেন, ভালভাবে অপারেশন করা হয়েছে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এক পুলিশ আধিকারিক জানান, নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের রাবেন এলাকায়। এদিন সকালে সেই এলাকায় জঙ্গিদের থাকার খবর পাওয়ার পরেই অভিযান চালানো হয়। তিনি জানান, অভিযানকারী দলের তল্লাশি অভিযান চলাকালীন গুলি চালালে তল্লাশি অভিযান গুলির লড়াইয়ে পরিণত হয়।

প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে, সেই সময় নিরাপত্তারক্ষীদের দিকেও পাথর ছোঁড়া হয়। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

খবর পাওয়া গিয়েছে, জঙ্গিদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়। যদিও নিরাপত্তারক্ষীদের দিকে গুলি চালায় জঙ্গিরা এবং পাল্টা গুলিতে নিহত হয় জঙ্গিরা।

Advertisement

মৃত জঙ্গিদের তালিকায় রয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি কম্যান্ডার ফারুক আসাদ নালিও।

প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Advertisement

গতমাসে, জম্মু ও কাশ্মীরের কুলগামে দুই জঙ্গিকে গুলির লড়াইয়ে খতম করে নিরাপত্তা বাহিনী।

Advertisement