This Article is From Jan 18, 2020

Jammu and Kashmir: পোস্ট পেডের পর প্রি-পেড মোবাইলেও এসএমএস এবং ভয়েস কল পরিষেবা চালু হচ্ছে

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে জম্মু ও কাশ্মীরে জারি করা বিধিনিষেধের বিস্তারিত জানাতে হবে, এরপরেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে Mobile Connection

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Article 370: গত অগাস্ট মাস থেকেই জম্মু ও কাশ্মীরে জারি করা হয় বিভিন্ন নিষেধাজ্ঞা

Highlights

  • জম্মু ও কাশ্মীরে চালু হতে চলেছে প্রি-পেড মোবাইল পরিষেবা
  • পরিষেবা চালুর সম্ভাবনার কথা জানালেন জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক
  • গত অগাস্ট মাস থেকে সেখানে অচলাবস্থা জারি করা হয়

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর। রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ওই কেন্দ্র শাসিত অঞ্চলে (Jammu and Kashmir) পোস্ট পেডের পর এবার প্রি-পেড মোবাইল ব্যবহারকারীদের জন্যেও এসএমএস ও ভয়েস কলের পরিষেবা (Mobile Connection) চালু করা হবে। গত অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরে থেকে ৩৭০ ধারা (Article 370) প্রত্যাহার করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদি সরকার। রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবেও ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। তখন থেকেই সেখানে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়, বন্ধ করে দেওয়া হয় মোবাইল সহ ইন্টারনেট পরিষেবাও। কিছুদিন আগে উপত্যকার অধিকাংশ অঞ্চলে চালু করা হয় পোস্ট পেড মোবাইল পরিষেবা। এবার সেখানে প্রি-পেড পরিষেবাও (Prepaid Mobile Connection) চালু হওয়ার সম্ভাবনার কথা বললেন জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক।

জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক আধিকারিক রোহিত কনসাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, কাশ্মীরের বান্দিপোরা এবং কূপওয়ারা জেলাগুলিতে এবং জম্মুর আরও দশটি জেলাতে পোস্টপেইড সিম কার্ডের উপর অল্প কিছু নিষেধাজ্ঞা জারি থাকলেও টু জি ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।

Jammu & Kashmir: আংশিকভাবে ফিরছে ব্রডব্যান্ড পরিষেবা, কিন্তু চালু হচ্ছে না সোশ্যাল মিডিয়া

Advertisement

তবে এই জাতীয় সিম কার্ডগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের গ্রাহকদের শংসাপত্রগুলি যাচাই করতে হবে, বলেন তিনি।

এর আগে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের মতো ঐতিহাসিক সিদ্ধান্তের সময়ে প্রায় অবরুদ্ধ করে রাখা হয় গোটা উপত্যকাকে। নিরাপত্তার দোহাই দিয়ে কাশ্মীর উপত্যকায় জারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুখ খোলে মার্কিন প্রশাসন। নিষেধাজ্ঞা জারি নিয়ে রাষ্ট্রসংঘের সমালোচনারও মুখোমুখি হয় ভারত। দেশের মধ্যেও তীব্র সমালোচনার সম্মুখিন হয় মোদি সরকার।

Advertisement

Jammu and Kashmir: উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে, বললেন প্রধানমন্ত্রী মোদি

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রথম ১০০ দিনের মধ্যে বিজেপির দীর্ঘকালীন প্রতিশ্রুতি পূরণ করে নরেন্দ্র মোদি-সরকার ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সমাপ্ত করার ঘোষণা করে। সরকার যুক্তি দিয়েছিল যে ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫ এ ধারা, দুটোই  "সাংবিধানিকভাবে দুর্বল" এবং বৈষম্যমূলক ছিল এবং এটি জম্মু ও কাশ্মীরের বিকাশকে বাধা দিয়েছে।

Advertisement

গত সপ্তাহে কাশ্মীর উপত্যকার যোগাযোগ অচলাবস্থা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে  সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে জম্মু ও কাশ্মীরে জারি করা বিধিনিষেধের বিস্তারিত জানাতে হবে, এরপরেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেখানকার মোবাইল পরিষেবা। যদিও জম্মু ও কাশ্মীর সরকারের বিরুদ্ধে রায় উপেক্ষা করার চেষ্টার অভিযোগ করেছেন কিছু মানুষ।

Advertisement