This Article is From Oct 14, 2019

জম্মু ও কাশ্মীরে ট্রাক চালককে হত্যা, বাগান মালিককে মারধর করেছে জঙ্গিরা, জানাল পুলিশ

যেদিন রাজ্য প্রশাসন পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু করল, সেদিনই এই ঘটনা, অগস্টে কেন্দ্রের কাশ্মীর পদক্ষেপের পর থেকে সেখানে মোবাইল পরিষেবা বন্ধ ছিল

জম্মু ও কাশ্মীরে ট্রাক চালককে হত্যা, বাগান মালিককে মারধর করেছে জঙ্গিরা, জানাল পুলিশ

একজন বাগান মালিককেও জঙ্গিরা মারধর করেছে বলে জানিয়েছে পুলিশ। (প্রতীকি ছবি)

নয়াদিল্লি:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সোফিয়ানে রাজস্থানের এক ট্রাক চালককে জঙ্গিরা হত্যা করেছে বলে জানাল পুলিশ। অগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারত এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। তারপর থেকেই সেখানে মোবাইল পরিষেবা বন্ধ রাখা হেয়ছিল। সোমবারই সেখানে পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু করা হয় এবং এদিনই এই ঘটনা। পুলিশ  জানিয়েছে, ট্রাকটিকে আক্রমণ করে জঙ্গিরা এবং চালককে হত্যা করে, মৃত চালকের নাম শরিফ খান বলে জানা গিয়েছে। গাড়িটি রাজস্থানের নথিভুক্ত। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানের (Pakistan) ।

একজন বাগান মালিককেও জঙ্গিরা মারধর করেছে বলে জানিয়েছে পুলিশ।

.