This Article is From Jul 28, 2019

Jammu-Kashmir: অনুচ্ছেদ ৩৫ এ সরানোর প্রক্রিয়া শুরু জম্মু-কাশ্মীরে

সংবিধানের যে অনুচ্ছেদ নিয়ে যাবতীয় বিবাদ-বিতর্ক, সেই ৩৫ এ অনুচ্ছেদ জম্মু-কাশ্মীর থেকে সরানোর প্রক্রিয়া শুরু করল কেন্দ্র

Jammu-Kashmir: অনুচ্ছেদ ৩৫ এ সরানোর প্রক্রিয়া শুরু জম্মু-কাশ্মীরে

জম্মু-কাশ্মীর থেকে সরছে ৩৫ এ আর্টিকল (প্রতীকী চিত্র)

হাইলাইটস

  • জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ সরানোর প্রক্রিয়া শুরু
  • সব পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত কেন্দ্র
  • খবর, এই অপারেশনের নামও ঠিক করা হয়েছে
নিউ দিল্লি:

সংবিধানের যে অনুচ্ছেদ নিয়ে যাবতীয় বিবাদ-বিতর্ক, সেই ৩৫ এ অনুচ্ছেদ জম্মু-কাশ্মীর থেকে সরানোর প্রক্রিয়া শুরু করল কেন্দ্র।  এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রকের শীর্ষ অফিসারেরা। তাঁদের আরও দাবি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের তিনদিনের কাশ্মীর সফর শেষ হওয়ার পরেই জঙ্গি হানা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে জম্মু ও কাশ্মীরে বাড়তি ১০,০০০ আধা সামরিক সেনা, এই সেনা পাঠায় কেন্দ্র। খবর, ডোভালের এই সফরের পর রাজ্য প্রশাসন, পুলিশ, আধা সেনাবাহিনি সহ কেন্দ্রের সমস্ত প্রতিনিধিরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই পরিবর্তনের আগে সমস্ত খুঁটিনাটি, ছোট-ছোট বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আইন এবং প্রশাসন কী পদক্ষেপ নেবে, তাই নিয়েও কথা হয়েছে সব মহলে। তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে এই প্রক্রিয়া। 

অজিত ডোভাল কাশ্মীর থেকে ফিরতেই জম্মু ও কাশ্মীরে বাড়তি সেনা মোতায়েন কেন্দ্রের

খবরে আরও প্রকাশ, এই প্রক্রিয়া চালু করার সময় বা পরে দেশের নান স্থানে হিংসাত্মক কার্যকলাপ বেড়ে যেতে পারে। তার জন্য আগে থেকেই প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যাতে জনসাধারণের জীবন বিপর্যস্ত না হয়। আরও জানা গেছে, অনুচ্ছেদ সরানোর প্রক্রিয়া বা অপারেশনের নামও ঠিক করা হয়েছে। সীমান্তে বাড়ানো হচ্ছে সেনা মোতায়েন। 

চতুর্থবারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ বিএস ইয়েদুরাপ্পার

গত দিন ধরে বিশেষ বিমানে করে শ্রীনগরে সেনাদের নিয়ে আসা হয়েছে। এছাড়া, জম্মু-কাশ্মীরের রাজপথ দিয়েও গাড়িতে করে কয়েক কোম্পানি সেনা আনা হয়েছে সীমান্তে। গত দিন ধরে বিশেষ বিমানে করে শ্রীনগরে সেনাদের নিয়ে আসা হয়েছে। এছাড়া, জম্মু-কাশ্মীরের রাজপথ দিয়েও গাড়িতে করে কয়েক কোম্পানি সেনা আনা হয়েছে সীমান্তে। প্রসঙ্গত, এই মুহূর্তে অমরনাথ যাত্রীদের সুরক্ষা সহ অন্যান্য কারণেও ৪৫০ কোম্পানি সেনা অর্থাৎ, ৪০ হাজার সেনা আগে থেকেই মজুত রয়েছেন জম্মু-কাশ্মীরের সীমান্ত অঞ্চলে। 

মন কি বাত অনুষ্ঠানে সমস্ত রাজ্যকে জল সংরক্ষণের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি

জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে এক অফিসার জানিয়েছেন, এখনও রাজ্যে এমন কিছু এলাকা আছে যা স্পর্শকাতর। এবং যেখানে আরও সেনার প্রয়োজন। বাড়তি সেনা সেখানেই সবার আগে মোতায়েন করা হবে। যাতে দেশের প্রতিরক্ষা আরও দৃঢ হয়। এবং অনুচ্ছেদ সরানোর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের শান্তি বিঘ্নিত না হয়। একই সঙ্গে হিংসাত্মক কার্যকলাপ বন্ধের ক্ষেত্রেও এই সেনাবাহিনি যথেষ্ট কাজে আসবে। এছাড়া, রাজ্যের কিছু নেতার ওপরেও নজর রাখা হচ্ছে। যাতে তাঁরা এই বিশেষ পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করতে পারেন। 

বৃষ্টির জল সংরক্ষণ করতে কেন ব্যর্থ চেন্নাই, জানুন তার কারণ

এদিকে সংবিধানের আর্টিকল ৩৫ এ সরানো নিয়ে বৃহস্পতি এক জনসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, অনুচ্ছেদ ৩৫ এ আর ৩৭০ সরানো নিয়ে আপনাদের এত তাড়া কিসের? আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ শুনতে চাই। তার জন্য অপেক্ষা করতে রাজি আছি। এর আগে যেমন প্রতি ক্ষেত্রে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি উচ্চ আদালতের ফয়সালার জন্য। এর পাশাপাশি, অনুচ্ছেদ সরানোর ফলে স্বাধীনতা দিবসে জম্মু-কাশ্মীর আরও বড় হামলার মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন ওমর।  

সুপ্রিম কোর্টে আর্চিকল ৩৫ এ সরানোর প্রক্রিয়া শুরু



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.