রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত সকলকে ঘরবন্দি থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
হাইলাইটস
- ‘জনতা কার্ফু’ শুরুর আগে প্রধানমন্ত্রী টুইট করে সকলকে অংশ নিতে আর্জি জানান
- রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত চলবে এই কার্ফু
- শনিবার পর্যন্ত ভারতে ৩১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন
নয়াদিল্লি: রবিবার সকালে ‘জনতা কার্ফু' (Janata Curfew) শুরুর ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) টুইট করে জানান, করোনা (Coronavirus)সংক্রমণ রুখতে যে লড়াই, তাতে বিপুল শক্তি সংযোগ করবে এই কার্ফু। যাতে অংশ নেবে কোটি কোটি ভারতীয়। এই কার্ফু মেনে দিনভর ঘরবন্দি থাকবেন তাঁরা। প্রধানমন্ত্রী টুইট করে জানান, ‘‘আর কয়েক মিনিটের মধ্যেই ‘জনতা কার্ফু' শুরু হবে। আসুন আমরা সকলেই এই কার্ফু-র অংশ হই, যা কোভিড-১৯ দানবের সঙ্গে লড়াইতে বিপুল শক্তি সংযোগ করবে। এখন যে পদক্ষেপগুলি আমরা করব তা আগামী দিনে আমাদের সাহায্য করবে।''
ঘরবন্দি ভারত, কোটি কোটি ভারতীয় পালন করছেন ‘জনতা কার্ফু'
রবিবার সকাল সাতটা থেকে রাত ন'টা পর্যন্ত সকলকে বাড়িতে থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি সকলের কাছে সেলফ কোয়ারান্টাইন থাকার এই আর্জি জানান।
ওইদিন ২৯ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘এর কোনও চিকিৎসা নেই। তাই আমাদের সুস্থ থাকতে হবে। ভিড়কে এড়িয়ে আমাদের বাড়িতে থাকতে হবে। সামাজিক দূরত্ব অবলম্বন করা একান্ত দরকার। যদি আপনি মনে করেন আপনি স্বাভাবিক ভাবে চারপাশে ঘুরে বেড়াবেন আর ভাববেন আপনার কোনও ঝুঁকি নেই, তাহলে তা ঠিক নয়। এর ফলে আপনি নিজেকে ও নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলছেন।''
শনিবার পর্যন্ত ভারতে ৩১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৪ ঘণ্টার জন্য স্বেচ্ছাবন্দি ভারত, দেখুন ছবি
ব্যবসায়ী ও সরকারি অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্তরা ছাড়া বাকি সকলেই রবিবার ঘরবন্দি থাকবেন। ব্যবসায়ীরা অবশ্য জানিয়েছেন, তাঁরা রবিবার প্রধানমন্ত্রীর আর্জি মেনে স্বেচ্ছায় ঘরবন্দি থাকবেন। এদিন সারা দেশে দূরপাল্লা বা লোকাল— কোনও ট্রেনই চলবে না বলে রেলওয়ে জানিয়েছে। তবে যে ট্রেনগুলি চলছিল, সেগুলিকে থামানো হচ্ছে না। ইন্ডিগো ও গোএয়ারের মতো বিমান সংস্থাগুলি জানিয়েছে, তারা হয় ন্যূনতম কিছু উড়ান চালাবে অথবা সমস্ত উড়ানই বাতিল করে দেবে। দিল্লি, বেঙ্গালুরু ও অন্যান্য বহু শহরে এদিন মেট্রোও চলবে না।