Read in English
This Article is From Mar 22, 2020

‘জনতা কার্ফু’ মেনে চলার আর্জি জানিয়ে পথচারীকে গোলাপ উপহার দিল্লি পুলিশের

একটি টুইটে দিল্লি পুলিশ সকলের কাছে আর্জি জানিয়েছে বাড়িতে থাকার জন্য। টুইটে জানানো হয়েছে, ‘‘আপনাদের সুরক্ষার জন্য আমরা রাস্তায়। দয়া করে বাড়িতে থাকুন।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by

দিল্লি পুলিশকে দেখা গেল ফুল উপহার দিতে।

Highlights

  • দেশ জুড়ে চলছে ‘জনতা কার্ফু’
  • করোনা সংক্রমণ এড়াতে স্বেচ্ছায় ঘরবন্দি গোটা দেশ
  • দিল্লি পুলিশের তরফে টুইট করে সকলকে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে
নয়াদিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ডাকে রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু'-তে (Janata Curfew) অংশ নিয়েছে গোটা দেশ। ১৪ ঘণ্টার জন্য ঘরবন্দি দেশ। সমস্ত রাজ্যেই শুনশান পথঘাটের ছবি। এই পরিস্থিতিতে দিল্লিরও ঘুম ভেঙেছিল জনহীন পথঘাটকে সাক্ষী রেখে। তবে তার মধ্যেও দু'-একজনকে দেখা গিয়েছে রাস্তায় বেরোতে। তাঁদের গোলাপ উপহার দিতে দেখা গিয়েছে দিল্লি পুলিশকে। একটি টুইটে দিল্লি পুলিশ সকলের কাছে আর্জি জানিয়েছে বাড়িতে থাকার জন্য। টুইটে জানানো হয়েছে, ‘‘আপনাদের সুরক্ষার জন্য আমরা রাস্তায়। দয়া করে বাড়িতে থাকুন। পুলিশকর্মীরা গাড়ি চালকদের গোলাপ ফুল দিয়ে অনুরোধ জানিয়েছেন বাড়িতে থাকার জন্য। দয়া করে আমাদের সমর্থন করুন।''

ভারতে করোনায় মৃত বেড়ে ৬, মুম্বই ও বিহারে মৃত্যু দু'জনের

শনিবার গুজব রটেছিল, রবিবার কাউকে কার্ফু ভেঙে রাস্তায় নামতে দেখা গেলে তাঁকে ১১,০০০ টাকা জরিমানা করা হবে। পরে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়, এটা পুরোপুরি ভিত্তিহীন মিথ্যে প্রচার মাত্র। দক্ষিণ দিল্লির ডিসিপি সেই নকল বিজ্ঞপ্তির ছবি সহ টুইট করে জানান, ‘‘আমরা একটি ‘ফেক' বিজ্ঞপ্তি লক্ষ করেছি, যেটি দিল্লি পুলিশের নামে ছড়ানো হচ্ছে। আমরা ২২ মার্চের জরিমানা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি দিইনি। দয়া করে আপনাদের পরিবার ও বন্ধুদের জানিয়ে দিন এটা নকল ও মিথ্যে।''

২৫ মার্চ পর্যন্ত চলবে না ট্রেন, দেশে আক্রান্ত ছাড়াল ৩০০, জানাচ্ছে সূত্র: ১০ তথ্য

রবিবার রাজধানীতে চলছে না মেট্রো। দিল্লি মেট্রোর তরফে একটি টুইটে একথা জানানো হয়। জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বিশ্রামের জন্য এই পদক্ষেপ করছে তারা। এদিকে গত ১৮ বছরে এই প্রথম গোটা দেশে বন্ধ ট্রেন চলাচল।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার মাসের শেষ পর্যন্ত রেস্তোরাঁ, মল, স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। এখনও পর্যন্ত দিল্লিতে ৩৩ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত ১। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ৩২৪ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

গোটা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়ে মৃত ১৩,০০০। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ। 

Advertisement