Read in English
This Article is From Mar 23, 2020

করোনা ভাইরাস মোকাবিলায় যোদ্ধাদের ঘন্টা বাজিয়ে কুর্নিশ মুকেশ আম্বানির, দেখুন

দেশজুড়ে করোনাভাইরাস (Coronavirus) আটকাতে প্রধানমন্ত্রী মোদির ডাকে জনতা কার্ফুতে তাঁর সমর্থন জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিইও মুকেশ আম্বানি।

Advertisement
অফবিট Edited by

করোনা ভাইরাসের যোদ্ধাদের ঘন্টা বাজিয়ে কুর্নিশ মুকেশ আম্বানির

Highlights

  • করোনা ভাইরাস মোকাবিলায় যোদ্ধাদের ঘন্টা বাজিয়ে কুর্নিশ মুকেশ আম্বানির
  • বাড়ির ছাদে জড়ো হন মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার
  • মোদির ডাকে জনতা কার্ফুতে তাঁর সমর্থন জানালেন মুকেশ আম্বানি

দেশজুড়ে করোনাভাইরাস (Coronavirus) আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকে জনতা কার্ফুতে তাঁর সমর্থন জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিইও মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রবিবার বাড়ির ছাদে জড়ো হন মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তাঁর পরিবার। হাততালি দিয়ে, থালা বাজিয়ে, ঘন্টা বাজিয়ে করোনা ভাইরাস আটকাতে যে যোদ্ধারা যুদ্ধ করছেন, তাদের ধন্যবাদ জানালেন তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন, জনতা কার্ফুতে (Janta Curfew) অংশ নিতে। করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইতে এই একতা মারাত্মক শক্তি জোগাবে বলেছিলেন প্রধানমন্ত্রী।
 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৪০০ পার করেছে দেশে।

Advertisement