কলকাতা: জঙ্গলমহলের শিল্প ও সংস্কৃতির প্রচারে কলকাতা শহরে আয়োজিত হতে চলেছে তিনদিন ব্যাপী জঙ্গলমহল উৎসব। শনিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে 23 থেকে 25 নভেম্বর চলবে এই জঙ্গলমহল উৎসব। দক্ষিণবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের শিল্পকর্ম, তাঁদের সংস্কৃতি সবই তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।
জঙ্গলমহল উৎসবের এই পঞ্চম সংস্করণে প্রদর্শিত হবে আদিবাসী গান এবং নৃত্য যেমন টুসু, ভাদু, আহিরা, ছৌ এবং ঝুমুর। জঙ্গলমহলের শিল্পীরাই অংশ নেবেন এই অনুষ্ঠানে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বনভূমি অঞ্চল, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দক্ষিণ অংশ নিয়ে জঙ্গলমহল গঠিত। মাওবাদী অধ্যুষিত এই এলাকার রাজনৈতিকভাবেও তাই শিরোনামে থাকে সর্বদা।
এই উৎসব মানুষকে সরকারের উন্নয়ন কর্মসূচী ও তৃণমূল স্তরের মানুষদের কাছে সেই সুবিধার সহজলভ্যতা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলবে বলেই জানিয়েছেন জঙ্গলমহল উদ্যোগের সচিব প্রিয়ব্রত বেরা। এই জঙ্গলমহল উদ্যোগ এনজিওটিই জঙ্গলমহল উৎসব সংগঠিত করে। এই উৎসবে থাকবে সেমিনার, লোক নাটক এবং কর্মশালাও। 23 নভেম্বর এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)