This Article is From Sep 02, 2018

জন্মাষ্টমীতে কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিল

হিন্দু ভাবাবেগকে উস্কে দেওয়ার কোনও সুযোগই যে ছাড়া হবে না রামনবমীর দিনই তা বুঝিয়ে দিয়েছিল গেরুয়া শিবির।

জন্মাষ্টমীতে কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিল

কলকাতাতেই অন্তত দশটি বড় মিছিল হয়েছে।

কলকাতা:

হিন্দু ভাবাবেগকে উস্কে দেওয়ার কোনও সুযোগই যে ছাড়া হবে না রামনবমীর দিনই তা বুঝিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। সেই ধারা বজায় ছিল হনুমান জয়ন্তীতেও। আর অন্যথা হল না জন্মাষ্টমীতে। শুধু বিশ্বহিন্দু পরিষদই প্রায় হাজার খানেক মিছিল করল। কলকাতাতেই অন্তত দশটি বড় মিছিল হয়েছে। কোনও কোনও মিছিলে শিশুদেরও দেখা গিয়েছে। তবে এ পর্যন্ত মিছিল ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।

বিশ্ব হিন্দু পরিষদের জনসংযোগ আধিকারিক সৌরেশ মুখোপাধ্যায় জানিয়েছেন এবছর অনেক বড় আকারে উৎসব পালিত হচ্ছে। কলকাতায় দশটি বড় মিছিল ছাড়াও 70  জায়গায় কৃষ্ণ পুজোর আয়োজন করা হয়েছে। মিছিলে পা মেলান বিজেপি নেতারা। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অবশ্য জানিয়েছনে এটা তাঁদের অনুষ্ঠান নয়। বিশ্ব হিন্দু পরিষদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিজেপির নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।          

.