Japan: চলতি মাসেই এদেশে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করার কথা শিনজো অ্যাবের
হাইলাইটস
- ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
- অসমের গুয়াহাটিতে মোদির সঙ্গে বৈঠকের কথা ছিল তাঁর
- যদিও ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে এ সংক্রান্ত কোনও তথ্য তাঁদের কাছে নেই
নয়া দিল্লি: বাংলাদেশের পর এবার জাপান, নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের জেরে এ দেশের উত্তপ্ত পরিস্থিতি এড়াতে জাপানের (Japan) প্রধানমন্ত্রীরও (Shinzo Abe) ভারত সফর বাতিল করার সম্ভাবনা দেখা দিয়েছে। জাপানি সংবাদসংস্থা জিজি প্রেস জানিয়েছে, এ দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিক্ষোভ-আন্দোলন চলার মধ্যে ভারত সফরে আসার কথা বিবেচনা করে দেখছেন শিনজো অ্যাবে। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দিলে সেটি আইনে পরিণত হয়। এই আইনটি (Citizenship Amendment Act) বাতিল করার দাবিতেই অসমে কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাস্তায় প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন, অগ্নিগর্ভ হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। যদিও বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান যে জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিল সংক্রান্ত কোনও খবর তাঁদের কাছে নেই।
ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী, সম্পর্কে প্রভাব পড়বে না, বলল কেন্দ্রীয় সরকার
গত সপ্তাহে, রভীশ কুমার ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী মোদি এবং শিনজো অ্যাবের মধ্যে একটি বৈঠক হতে চলেছে এদেশে। আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ওই বৈঠকটি অনুষ্ঠিত হবে। যদিও সরকার ওই বৈঠকের স্থান ঘোষণা করেনি, তবে জানা গেছে যে গুয়াহাটিতে বৈঠকটি আয়োজনের প্রস্তুতি চলছিল।
সরকার বৈঠকের স্থান পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করছে কিনা এ বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে রভীশ কুমার বলেন: "আমি এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলার মতো অবস্থানে নেই। আমার কাছে এই সংক্রান্ত কোনও খবর নেই।"
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জাপানের একটি দল বৈঠকের প্রস্তুতি পর্যালোচনা করতে গুয়াহাটি সফরে আসবেন।
রাষ্ট্রপতির সম্মতি পেল নাগরিকত্ব বিল, পরিণত হল আইনে
গত বছর, জাপান সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় সে দেশের মনোরম ইয়ামানশি প্রদেশে মোদির সঙ্গে শিনজো অ্যাবের বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানই দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন এবং ভারত-জাপান পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সংকল্পবদ্ধ হন।
বৃহস্পতিবার অসমের সবচেয়ে বড় শহর গুয়াহাটিতে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে মারা যান কমপক্ষে দু'জন বিক্ষোভকারী এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
দেখে নিন এই খবরগুলো: