This Article is From May 03, 2018

জাপানে ট্র্যাডিশনাল সৎকার পেল পুরনো রোবো ডগ

বাতিল রোবো ডগগুলো খুঁতওলা রোবো ডগের জন্য অর্গান ডোনারের কাজ করে

জাপানে ট্র্যাডিশনাল সৎকার পেল পুরনো রোবো ডগ

Kofukuji temple chief priest offers a prayer for Sony's pet robots lined up before the funeral (AFP)

Isumi, Japan:
ইসুমি, জাপান: বৃহস্পতিবার জাপানে ডজন কয়েক রোবট ডগের সারি দিয়ে রাখা কোনো তথ্যপ্রযুক্তি মেলা ছিল না। তারা খুব ভালোবাসার সাথে আলাদা ভাবে নিজেদের ঐতিহ্যবাহী অন্ত্যেষ্টিক্রিয়ায় সম্মানিত হয়েছিল।

কিছু ক্ষেত্রে এটি ধুপ ধুনো সহযোগে পুরোহিতের মন্ত্রচ্চারণ করে মৃত আত্মার শান্তির প্রার্থনা করা জাপানের অন্যান্য স্মরণসভার মতোই একটি ছিল।

কিন্তু মৃত রা ছিল 114 টি সোনির পুরোনো যুগের এআইবিও রোবট ডগ, প্রত্যেকে কোথা থেকে আসছে এবং কোন পরিবারে ছিল তা জানিয়ে ট্যাগ পরিহিত ছিল।

পুরোনো যন্ত্র সরিয়ে তুলতে দক্ষ ইলেক্ট্রনিক্স রিপেয়ার  কোম্পানি এফান এই কয়েক বছরে একটি শতাব্দী প্রাচীন বৌদ্ধ মন্দিরে প্রায় 800 টি এআইবিও পাঠিয়েছে।

এআইবিও উৎপাদন এখন বন্ধ থাকায় পুরোনো বা মৃত রোবোডগের মালিকরা কোম্পানিতে ফেরত পাঠান, যাতে সারাই করার জন্য আসল পার্টস ব্যবহার করা হয়।

বাতিল রোবো ডগগুলো খুঁতওলা রোবো ডগের জন্য অর্গান ডোনারের কাজ করে, কিন্তু এই কাজে ব্যবহার হবার আগে কোম্পানি তাদের ঐতিহ্য অনুযায়ী বিদায় সম্বর্ধনা জানিয়ে থাকে।

এই রোবো ডগেরা কখনও নাম, কিভাবে তারা জীবন কাটিয়েছে ইত্যাদি ব্যাখ্যা সহ চিঠি নিয়ে আসে।
 
japan robot dog funeral afp

বুঁজেন ওই, টোকিওর পূর্বে ইসুমিতে 450 বছর পুরোনো কফুকুজি মন্দিরের পুরোহিত, মেশিনের স্মৃতি আঁকড়ে রাখার মতকে স্বীকার করেন।

এফান প্রধান নবুয়ুকি নোরিমাৎসু এর মতে যদিও তারা ডোনার হবে, তবুও রোবোডগের আত্মা থাকে।

মিশ্র প্রতিক্রিয়া:

এআইবিও হলো পৃথিবীর প্রথম ঘরে ব্যবহারের মনোরঞ্জনকারী রোবোট যা নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে।

জুন 1999 সালে সোনি প্রথম প্রজন্মের এআইবিও আনে, 250,000 য়েন (2000 ডলারের বেশি) দাম হওয়া সত্ত্বেও যা 20 মিনিটের মধ্যে 3000 টি বিক্রয় হয়। পরের বছর গুলোতে 150,000 একক বিক্রি হয়েছিল।

 
japan robot dog funeral afp


2006 সাল নাগাদ সোনির ব্যবসায় ভাঁটা পড়ার ফলে একটি দামি অপ্রয়োজনীয় লাক্সারি বাদ দিতে হয়েছিল।

জানুয়ারিতে সোনি কৃত্রিম বুদ্ধি ও ইন্টারনেট সংযোগ সম্পন্ন "আইবো" নামের একটি নতুন ভার্শনের রোবো ডগ নিয়ে আসে, কিন্তু এটি পুরোনো মডেল গুলোকে সারাই করতে পারেনি।

 

.