Jaunpur, UP: ৪১ টি ডিম খাওয়ার পরেই মৃত্যু হয় উত্তরপ্রদেশের ওই ব্যক্তির (প্রতীকী)
জৌনপুর, উত্তরপ্রদেশ: এইজন্যেই বলে বুঝেশুনে নিন চ্যালেঞ্জ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুর জেলায় (Jaunpur) একসঙ্গে ৫০টি ডিম খাওয়ার 'চ্যালেঞ্জ' নিয়ে বেঘোরে প্রাণ দিতে হল এক ব্যক্তিকে। জানা গেছে, ৪২ নম্বর ডিমটি খাওয়ার সময়েই অসুস্থ বোধ করেন বছর বেয়াল্লিশের সুভাষ যাদব নামে ওই ব্যক্তি, তারপরে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে যে বরাবরই ডিম খেতে ভালবাসতেন ওই ব্যক্তি। তাঁর এই ডিম প্রীতি নিয়েই এক বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ হয়। একসঙ্গে কটা ডিম খেতে পারেন, এই নিয়েই বাঁধে তর্ক। এরপর ঠিক হয়, দুই বন্ধু ডিম খাওয়ার প্রতিযোগিতা করবেন। দুজনের মধ্যে আগে যিনি ৫০টি ডিম খেতে পারবেন তিনি পাবেন ২ হাজার টাকা, ওই টাকা দেবেন অপর পক্ষ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জে হেরে যাবেন। যা ভাবা, তাই কাজ। চ্যালেঞ্জ ধরে বন্ধুকে নিয়ে জৌনপুরের বিবিগঞ্জ বাজার এলাকায় ডিম (Egg) খেতে যান সুভাষ যাদব। ২ হাজার টাকা বাজি ধরে শুরু হয় গপাগপ ডিম খাওয়া।
Pollution Kolkata : কতটা বিষাক্ত কলকাতার আকাশ ?বিপদসীমার কতটা ওপরে কলকাতার দূষণ?
কিন্তু বাজি ধরে ডিম খাওয়া শুরু করার সময় সুভাষ যাদব একবারও কি ভেবেছিলেন যে তাঁর এই চ্যালেঞ্জ ধরাই তাঁর জীবনে অকালে দাঁড়ি টেনে দেবে! রেষারেষি করে ৪১ টি ডিম খেয়ে ফেলেন তিনি, কিন্তু ৪২ তম ডিমটি খাওয়া শুরু করার পরেই অসুস্থ বোধ করেন তিনি, অজ্ঞান হয়ে পড়েও যান সুভাষ যাদব।
স্থানীয় লোকজন তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা খারাপ দেখে সেই হাসপাতাল আবার সুভাষ যাদবকে চিকিৎসার জন্যে পাঠায় সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। কিন্তু এত দৌড়াদৌড়ির পরেও শেষরক্ষা হয়নি, কয়েক ঘণ্টা পরেই তিনি মারা যান।
কাশ্মীর থেকে রাজ্যে ফিরলেন ১৩৮ জন আতঙ্কিত শ্রমিক
চিকিৎসকদের দাবি অনুযায়ী অনেক ডিম খাওয়ার কারণেই মৃত্যু হয় তাঁর। যদিও মৃত সুভাষ যাদবের পরিবারের সদস্যরা এই ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হননি বলেই পুলিশ জানিয়েছে।
তাই এবার ডিম খাওয়ার সময় একটু ভেবে খান। ভাল লাগলে ডিম নিশ্চয়ই খাবেন, কিন্তু অবশ্যই পরিমিতি বোধ বজায় রেখে। আপনি নিশ্চয়ই চাইবেন না একটা ডিম আপনার মৃত্যুর কারণ হোক!
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)