অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন জাভেদ আখতার।
হাইলাইটস
- অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গেলেন জাভেদ আখতার
- কেজরিওয়ালকে তাঁর দুর্দান্ত সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন জাভেদ
- এবারের নির্বাচনে আপ ৭০টির মধ্যে ৬২টি আসনে জয়লাভ করেছে
নয়াদিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (AAP) একতরফা জয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নিয়মিত অভিনন্দন পাচ্ছেন। শুক্রবার তাঁর বাড়িতে এলেন বর্ষীয়ান গীতিকার ও চলচ্চিত্রের সংলাপ রচয়িতা জাভেদ আখতার (Javed Akhtar)। তিনি কেজরিওয়ালকে তাঁর দুর্দান্ত সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। জাভেদ আখতার আপ সাংসদ সঞ্জয় সিংহের সঙ্গেও দেখা করে তাঁকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে এই কথা দিয়েছেন। তিনি লেখেন, ‘‘আজ আমার বাড়িতে জাভেদ আখতার সাহেবকে স্বাগত জানিয়ে আনন্দিত হয়েছি।''
আম আদমি পার্টির কর্মকর্তারা জানিয়েছেন যে, জাভেদ আখতার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করে তাঁকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
কেজরিওয়ালের সঙ্গে দেখা করার আগে জাভেদ আখতার আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংয়ের সঙ্গেও দেখা করেছিলেন।
দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়লাভ করেছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি আসন। নির্বাচনে খাতা খুলতে পারেনি কংগ্রেস। ২০১৫ সালের নির্বাচনেও কংগ্রেস কোনও আসন পায়নি। পরপর দু'বার শূন্য হাতে দিল্লি বিধানসভা নির্বাচনে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।