This Article is From Apr 20, 2020

জাতি-ধর্ম দেখে করোনা, প্রধানমন্ত্রীর সেই টুইটের পরে টুইট জাভেদ আখতারের

জাভেদ আখতার তাঁর টুইটে লিখেছেন, ‘‘সত্য বচন। আমার বিশ্বাস আছে গোটা দেশ প্রধানমন্ত্রীর এই বার্তাকে মান্যতা দেবে এবং এটিকে গ্রহণ করবে।’’

জাতি-ধর্ম দেখে করোনা, প্রধানমন্ত্রীর সেই টুইটের পরে টুইট জাভেদ আখতারের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) টুইটকে সমর্থন জাভেদ আখতারের।

হাইলাইটস

  • টুইট করলেন জাভেদ আখতার
  • প্রধানমন্ত্রীর টুইটের প্রশংসায় ওই টুইট করলেন জাভেদ আখতার
  • ভাইরাল হয়েছে টুইটটি
নয়াদিল্লি:

প্রধান‌মন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সম্প্রতি একটি টুইট করেছেন। সেই টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, কোভিড-১৯ (COVID-19) জাতি-ধর্ম দেখে না। ওই টুইট দেখে অনেকেই নান প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের তারকারাও। বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারও (Javed Akhtar) এবিষয়ে একটি টুইট করেছেন। সেই টুইটটিও ভাইরাল হয়েছে। টুইটে বর্ষীয়ান বলি তারকা প্রধানমন্ত্রী বক্তব্যকে ‘সত্য' বলে উল্লেখ করেছেন। জাভেদ আখতার তাঁর টুইটে লিখেছেন, ‘‘সত্য বচন। আমার বিশ্বাস আছে গোটা দেশ প্রধানমন্ত্রীর এই বার্তাকে মান্যতা দেবে এবং এটিকে গ্রহণ করবে।'' অনেকেই ওই টুইটের উত্তরে নানা মন্তব্য করেছেন।

করোনা থেকে বাঁচতে এদের ‘আনফ্রেন্ড' করুন, নয়া ভিডিওয় কাদের কথা বলল আপ?

প্রধানমন্ত্রী তাঁর টুইটে লিখেছিলেন, ‘‘কোভিড ১৯ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সীমা দেখে আসে না। আমাদের একতা ও সৌভ্রাতৃত্বের সঙ্গে কাজ করতে হবে। এর বিরুদ্ধে আমরা সবাই একত্রিত।''

উত্তরপ্রদেশের এক হাসপাতাল মুসলমানদের চিকিৎসা করা যাবে না বলে ঘোষণা করায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপরেই প্রধানমন্ত্রী ওই টুইট করেন। সংশ্লিষ্ট হাসপাতালটি সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেয় যে, তাদের হাসপাতালে মুসলমানরা চিকিৎসা করাতে এলে প্রথমে তাঁদের করোনা স্ক্রিনিং করে তারপর তা করা হবে। পরে হাসপাতালের তরফে এর জন্য ক্ষমা চাওয়া হয়।

.