This Article is From Jun 14, 2019

জি অ্যাডভান্স ২০১৯-এর ফলপ্রকাশ করল আইআইটি রুরকি

JEE Advanced Result 2019: ফল প্রকাশিত হল করল জি অ্যাডভান্স ২০১৯-এর। ফলপ্রকাশ করল আইআইটি রুরকি।

Advertisement
অল ইন্ডিয়া

JEE Advanced Result 2019: ফলাফল প্রকাশিত হল

JEE Advanced Result 2019: আজ আইআইটি রুরকি থেকে (IIT Roorkee) ফল প্রকাশিত হল জি অ্যাডভান্স ২০১৯ পরীক্ষার (JEE Advanced exam)। এবছর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন কার্তিকে গুপ্তা (Kartikey Gupta)।  এবছরের পরীক্ষা শুরু হয়েছিল গত ২৭ মে। প্রত্যেক বিষয়ে দুটি করে পত্রে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা নেওয়া হয়েছে অনলাইনে দুটি শিফটে। ওয়েবসাইটে ফলাফল জানতে সবাই ভিড় করায়  শুরুতে কিছু সমস্যা তৈরি হয়েছিল।

গত ২৭ মে চলতি বছরের জি অ্যাডভান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।  অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রির ওপর দুটি করে পত্রে অনলাইনে পরীক্ষা দিয়েছেন পড়ুয়ারা। তিনটি বিষয়ের মোট ছটি পত্রের নম্বরের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে সর্বভারতীয় এই পরীক্ষার ফলাফল। তৈরি হয়েছে মেধা তালিকা।

এই ফলাফলের ওপর ভিত্তি করেই আগামী দিনে আসন সংরক্ষণ বা কাউন্সেলিং হবে পরীক্ষার্থীদের। একাধিক পরীক্ষার্থী যদি একই মোট নম্বর পান সেক্ষেত্রে যোগ্যতা বিচারে মেধা নির্ধারিত হবে। তারপরেও নম্বরের পার্থক্য করা না গেলে অঙ্কের নম্বর বা পদার্থ বিজ্ঞানের সর্বোচ্চ নম্বর দেখে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পড়ুয়াদের। 

Advertisement

কীভাবে জানবেন পরীক্ষার ফলাফল?

প্রথম ধাপ--- অফিলিয়াল ওয়েবসাইট  jeeadv.ac.inৃএ যান।

Advertisement

দ্বিতীয় ধাপ--- রেজাল্ট লিঙ্কের ওপর ক্লিক করুন।

তৃতীয় ধাপ---প্রযওজনীয় তথ্য দিন।

Advertisement

চতুর্থ ধাপ--- এবার ফলাফল জেনে নিন।

আইআইটি ছাড়াও ভর্তি হওয়া যাবে নিম্নলিখিত এই সমস্ত প্রতিষ্ঠানে----

Advertisement

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, (বেঙ্গালুরু আইআইএস)।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআরএস) বহরমপুর, ভোপাল, কলকাতা, মহারাষ্ট্র, পুনে, তিরুবনন্তপুরম শাখায়।

Advertisement

ইন্ডিয়ান স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিরুবনন্তপুরম।

রাজীব গান্ধি ইন্সটিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি, রায় বেরেলি।

ইন্ডায়ান ইন্সটিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি, বিশাখাপত্তনম।

Advertisement