This Article is From Jun 10, 2018

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড 2018'র ফল প্রকাশিত হল আজ, jeeadv.ac.in-এ চোখ রাখুন

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের 2018 সালের ফলাফল প্রকাশিত হয়ে গেল jeeadv.ac.in-এ। এই বছরে শীর্ষস্থানে রয়েছে প্রণব গোয়েল।

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড 2018'র ফল প্রকাশিত হল আজ, jeeadv.ac.in-এ চোখ রাখুন

আইআইটি কানপুর আজ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের ফল ঘোষণা করল।

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের 2018 সালের ফলাফল প্রকাশিত হয়ে গেল jeeadv.ac.in-এ। এই বছরে শীর্ষস্থানে রয়েছে প্রণব গোয়েল। আইআইটি কানপুর এই পরীক্ষার আয়োজক। গত 20 মে পরীক্ষাটি হয়। ডুটো পেপারে সবমিলিয়ে পরীক্ষা দেয় 1.6 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এনডিটিভি জানিয়েছিল মোট 2,31,024 জন পরীক্ষার্থীর মধ্যে নির্বাচিত হয়েছিল 65,000 পরীক্ষার্থী। সিবিএসই বোর্ডের গ্রহণ করা জয়েন্ট এন্ট্রান্স মেইনের মোট কৃতকার্য 2,31,024 জন পরীক্ষার্থী এই পরীক্ষাটিতে বসেছিল।
2017 সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের ফলাফল প্রকাশিত হয় গত বছরের 11 জুন।
10 জুন, 2018, সকাল 11:00:- জয়েন্ট এন্ট্রান্স মেইনে গোটা দেশে শীর্ষস্থান পাওয়া সুরজ কৃষ্ণ এই পরীক্ষাটিতে 49-তম স্থান পেয়েছে।
10 জুন, 2018, সকাল 10:55:- এই বছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় শীর্ষস্থানে রয়েছে প্রণব গোয়েল। রুরকি জোন থেকে পরীক্ষায় অংশ নিয়ে 360 নম্বরের মধ্যে 337 নম্বর পেয়েছে সে। কোটা অঞ্চলের সাহিল জৈন এবং দিল্লির কৈলাশ গুপ্ত যতাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে।

10 জুন, 2018, সকাল 10.55: মহিলা পরীক্ষার্থীদের মধ্যে 360 নম্বরের মধ্যে 318 নম্বর পেয়ে প্রথম হয়েছে মিনাল পারেখ।
10 জুন, 2018 সকাল 10:05:- আর্কিটেকচার অ্যাপ্টিটিউড টেস্ট বা এএটি পরীক্ষাটি আগামী 14 জুন অনুষ্ঠিত হবে সকাল 9’টা থেকে 12’টা অবধিপরীক্ষাকেন্দ্রগুলি হল:- আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাজ, আইআইটি রুরকি।
10 জুন, 2018 সকাল 10:02:- আর্কিটেকচার অ্যাপ্টিটিউড টেস্টের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 10 জুন রোববার সকাল দশটা থেকে। চলবে 11 জুন সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত।
10 জুন, 2018 সকাল 10:00:- ফল ঘোষণা করা হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের।
 10 জুন, 2018 সকাল 9:55:- খুব শীঘ্রই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের ফলাফল।
ফল জানার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হবে:
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের সরকারি ওয়েবসাইট jeeadv.ac.in-এ যেতে হবে।
হোম পেজে গিয়ে একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় স্থানগুলি তথ্য দিয়ে পূরণ করতে হবে।
তারপরই জানতে পারা যাবে ফলাফল এবং স্থান।
ফলাফলের প্রিনট আউট নিয়ে নিতে হবে।

10 জুন, 2018 সকাল 9:20:- গত 6 জুন গুজরাত হাইকোর্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের ফলাফল 10 জুন না প্রকাশ করার আর্জি খারিজ করে দিয়ে বলে, গোটা দেশেই এই পরীক্ষার শাখাপ্রশাখা ছড়িয়ে আছে।

10 জুন, 2018 সকাল 9:10:- জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের ফল বেরোনোর কথা সকাল দশটা নাগাদ।

 
.