কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে আজ শুরু জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা
নিউদিল্লি: আজ শুরু জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষা। ভারত বনধ হওয়ায় রাজ্যের পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দেশজুড়ে বনধ ডেকেছে ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এবার জয়েন্ট এন্ট্রান্স মেইনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯.৫ লাখ। এই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক কোর্সে ভর্তি হওয়া যায় আইআইটি, এনআইটি, সিএফটিআই, এসএফটিআইগুলিতে।
২০১৯ থেকে বছরে দুবার করে এই পরীক্ষা হবে। তারমধ্যে একবার জানুয়ারি। আজ শুরু এবারের পরীক্ষা, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।