This Article is From Jan 19, 2019

JEE Main Result 2019: এই Direct Link -এর সাহায্যে চেক করুন রেজাল্ট, দেওয়া হল টপার্সদের নাম

JEE Main Result প্রকাশ করা হয়েছে। জানোয়ারি মাসে যে জেইই মেনের পরীক্ষার রেজাল্ট (JEE Main 2019 Result) অফিসিয়াল ওয়েসাইট jeemain.nic.in -এ প্রকাশ করা হল।এই বছর  JEE main -এর পরীক্ষা  8 জানুয়ারী থেকে 12 জানুয়ারী-র মধ্যে আয়োজন করা হয়েছিল

JEE Main Result 2019: এই  Direct Link -এর সাহায্যে চেক করুন রেজাল্ট, দেওয়া হল টপার্সদের নাম

জেইই মেনের পরীক্ষার রেজাল্ট (JEE Main 2019 Result) অফিসিয়াল ওয়েসাইট jeemain.nic.in -এ প্রকাশ করা হল

নিউ দিল্লি:

JEE Main Result প্রকাশ করা হয়েছে। জানোয়ারি মাসে যে জেইই মেনের পরীক্ষার রেজাল্ট (JEE Main 2019 Result) অফিসিয়াল ওয়েসাইট jeemain.nic.in -এ প্রকাশ করা হল।এই বছর  JEE main -এর পরীক্ষা  8 জানুয়ারী থেকে 12 জানুয়ারী-র মধ্যে আয়োজন করা হয়েছিল। এই পরীক্ষায় এই বছর প্রায় ১১ লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিল। সারা দেশ জুড়ে প্রায় ২৫৮ টি শহরে পরীক্ষার আয়োজন করা হয়েছিল।জেইই মেন পরীক্ষার প্রথম পত্রের জন্য ৯২৯১৯৮ এবং দ্বিতীয় পত্রের জন্য ৮৭৭৪৪৬৯ প্রার্থীকে রেজিস্টেশন করানো হয়েছিল। 

পরীক্ষার্থীরা নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করে নিজেদের রেজাল্ট দেখতে পারেন। 
JEE Main 2019 Result

JEE Main 2019 Result -এইভাবে চেক করুন 

স্টেপ 1: জেইই মেন ২০১৯ রেজাল্ট চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nic.in -এ যান।

স্টেপ 2: ওয়েবসাইটে দেওয়া JEE(Main) January 2019 NTA Score- লিংকে ক্লিক করুন।

স্টেপ 3: উপযুক্ত তথ্য প্রদান করুন। 

স্টেপ 4: আপনার ফলাফল স্ক্রিনে চলে আসবে।

স্টেপ 5: আপনি আপনার ফলাফলের প্রিন্ট আউট নিতে পারবেন।

এখানে দেখুন- JEE Main Toppers List- JEE Main Toppers List

প্রদত্ত তালিকার বিদ্যার্থীরা একশো শতাংশ লাভ করতে সক্ষম হয়েছে: 

ধ্রুব অররা: মধ্যপ্রদেশ

রাজ আয়ন আগরওয়াল: মহারাষ্ট্র

আডেলী সাই কিরণ: তেলঙ্গানা

বোজা চেটন রেড্ডি: অন্ধ্রপ্রদেশ

সম্বিৎ দেহারা : রাজস্থান

 

 

 

.