জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন (জেইই) (JEE Main Entrance Exam) পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেল ২৪ জন। পরীক্ষার নিয়ামক সংস্থা সোমবার ফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে প্রথম হয়েছেন দিল্লির সুভান শ্রীবাস্তব (Shuvan Sribastava) । দ্বিতীয় স্থানে আছেন কর্নাটকের কেভিন মার্টিন এবং তৃতীয় স্থানে আছেন মধ্যপ্রদেশের ধ্রুব অরোরা। এবার পরীক্ষায় 24 জন ১০০ শতাংশ নম্বর পেয়েছে। এবারই প্রথম এই পরীক্ষা দুবার নেওয়া হয়েছিল। মানে একবার জেইই মেইন ওয়ান আরেকবার মেইন টু।মোট ১১ লাখ ৪৭ হাজার ১২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে ছিলেন, তার মধ্যে ৬ লাখের কিছু বেশি পরীক্ষার্থী দুটি পরীক্ষাই দিয়েছিলেন। দুটো পরীক্ষায় বসে ভাল ফল করেছে এমন পড়ুয়া সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৯২৩ জন পড়ুয়া।
সুভান প্রথম পরীক্ষাটা দেননি। তিনি দিল্লির দ্বারকার মাউন্ট কার্মেল স্কুলের ছাত্র। গত দুবছর ধরেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পরীক্ষায় ভালো করার তাগিদটা জন্মেছে অনেক দিন আগে থেকে। বাবা আইআইটির প্রাক্তনী। দিদিও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আইআইটি দিল্লিতে পড়াশোনা করেন। সুভান জানিয়েছেন পরীক্ষার পরেই প্রশ্নের উত্তর মিলিয়ে দেখেছিলেন তিনি।তখনই জানা হয়ে গিয়েছিল ফল ভালো হচ্ছে। তাঁর কথায়, এই ফল আমায় উৎসাহিত করেছে। আশা করি জেইই অ্যাডভান্সড পরীক্ষাতেও ভালো ফল হবে। তিনিও বাবার মতো ইঞ্জিনিয়ার হতে চান বলে জানালেন। পড়ার বাইরে দাবা খেলতে ভালো লাগে তাঁর। ওই তিনজনের বাইরে তেলেঙ্গানা রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তর প্রদেশ অন্ধ্রপ্রদেশ হরিয়ানা দিল্লি পাঞ্জাব এবং ঝাড়খণ্ডের কয়েকজন ছাত্রছাত্রীও একশোয় একশো পেয়েছে। দুটি পরীক্ষার মিলিত ফল থেকে সেরাকে বেছে নেওয়া হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)