This Article is From Oct 22, 2018

খাদে পড়ে গেল জিপ, সিমলায় মারা গেলেন এক বাঙালি পর্যটক

খাদে জিপ পড়ে গিয়ে মারা গেলেন বনগাঁর চাঁদপাড়ার বাসিন্দা  26 বছর বয়সী বিশ্বজিৎ দাস। গুরুতর জখম হলেন আরও ন'জন। প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা।

খাদে পড়ে গেল জিপ, সিমলায় মারা গেলেন এক বাঙালি পর্যটক

আহতদের নিয়ে গিয়ে তড়িঘড়ি ভর্তি করা হয় কাছেরই এক হাসপাতালে

সিমলা:

উৎসবের আলো যখন গোটা বাংলাকে ঘিরে রয়েছে, সেইসময়ই আচমকা আঁধার নেমে এলো উত্তর চব্বিশ পরগণার কয়েকজন বাসিন্দার জীবনে। খাদে জিপ পড়ে গিয়ে মারা গেলেন বনগাঁর চাঁদপাড়ার বাসিন্দা  26 বছর বয়সী বিশ্বজিৎ দাস। গুরুতর জখম হলেন আরও ন'জন। প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা। কেউ মধ্যমগ্রামের, কেউ বনগাঁর, কেউ বারাসতের। হিমাচল প্রদেশের মানালি-রোটাং রোডের গুলাবার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি বড় টাটা সুমোতে করে যাচ্ছিলেন ওই পর্যটকরা। পাহাড়ি রাস্তা দিয়ে দিয়ে যেতে যেতে চোদ্দতম বাঁকটিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় জিপটি। ঘটনাস্থলেই মারা যান বিশ্বজিৎ দাস। 

 

আহতদের নিয়ে গিয়ে তড়িঘড়ি ভর্তি করা হয় কাছেরই এক হাসপাতালে। সহকারী সাব ইনস্পেকটর প্রেম সিং চৌহান এবং সাব ইনস্পেকটর যোগেন্দ্র সিং পৌঁছে যান ঘটনাস্থলে। 

 

বেসরকারি সংস্থার কর্মী বিশ্বজিৎ দাস তাঁর আরও কয়েকজন পরিচিতদের সঙ্গে সিমলার উদ্দেশে রওনা হন সপ্তমীর দিন।

.