ঝাড়খণ্ডের ম্যাট্রিকের ফলাফল আপডেট
নিউ দিল্লি:
ঝাড়খণ্ডের ম্যাট্রিকের ফলাফল আজ না কাল প্রকাশিত হবে সেই নিয়ে জল্পনা চলছেই, কিন্তু এখনো অবধি সরকারিভাবে কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল গত 7ই জুন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান আর বাণিজ্যের ফলাফল ঘোষণা করে। ম্যাট্রিকের ফলাফল জানা যাবে jac.nic.in আর jac.jharkhand.gov.in এ। JAC ফলাফল এছাড়াও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে examresutls.net আর indiaresults.com ওয়েবসাইট থেকে।দ্বাদশ শ্রেণীর ফলাফল আসার পর জানা যায় 48.34% শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পাস করে আর 67.49% শিক্ষার্থী বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানার জন্য তাদের পরীক্ষার রোল নম্বরকে সাথে রাখতে হবে। পরীক্ষার স্বাভাবিক সময়সূচির তুলনায় দেরিতে পরিচালিত হওয়ার ফলে এই বছরের ফলাফল প্রকাশ হতে বিলম্ব হচ্ছে।
ঝাড়খণ্ডের ম্যাট্রিকের ফলাফল 2018 জানবেন কিভাবে?প্রথম ধাপ: www.jharresults.nic.in, jacresults.com অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন
দ্বিতীয় ধাপ: সঠিক লিঙ্কে ক্লিক করুন
তৃতীয় ধাপ: যেই তথ্য গুলি চাইছে সেটা প্রদান করুন
চতুর্থ ধাপ: সেই গুলো প্রদান করে নিজের ফলাফল জেনে নিন
অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আপনি এই ফলাফল থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও দেখতে পাবেন।