JNU হামলার প্রতিবাদে একটা পতাকা মিছিলের আয়োজন করা হয়
নিউ দিল্লি: রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে হামলা চালাল মাস্ক পরিহিত একদল দুষ্কৃতী। পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলার পাশাপাশি সম্পত্তিও নষ্ট করা হয়। লাঠি ও পাথর হাতে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়া দুষ্কৃতীরা ত্রাসের সঞ্চার করতে থাকে। বাম সমর্থিত সংগঠনের সদস্য প্রায় ৩০ জন পড়ুয়া এবং ১২ জন শিক্ষক আহত হয়েছেন। বাম সংগঠন ও বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি একে অপরের দিকে দোষারোপের আঙুল তুলেছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডাকেন। পুলিশ এসে এলাকা পরিদর্শন করে জানিয়ে দেয় পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্মীরা অভিযোগ করতে থাকেন, তাঁরা এখনও নিরাপদ নন। দুষ্কৃতীরা চত্বরেই লুকিয়ে রয়েছে। পরিস্থিতি বিগড়ে যাওয়া নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে দায়ী করতে থাকেন। সূত্রানুসারে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়েছেন। পুলিশের সদর দফতরের সামনে শয়ে শয়ে ভিড় জমে যায় হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য।
JNU-তে মাস্ক পরে হামলা: লাইভ আপডেট:
JNU- বিক্ষোভের জেরে প্রতিবাদে রাস্তায় নামল যাদবপুরের বিদ্যার্থীরা
JNU-র বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী বলেছেন, "অনুসন্ধান চলছে, এই মুহূর্তে কিছু মন্তব্য করা ঠিক হবে না, কিন্তু কোনও বিশ্ববিদ্যালয়-কে কখনই রাজনীতির আড্ডা খানা তৈরী করা ঠিক হবে না। আর কোনও শিক্ষার্থীকে রাজনীতির গুটি করা উচিত না।''
জেএনইউ-র বিক্ষোভের জন্য 'মোদি সরকার'-কে সরাসরি দায়ী করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি
''এই দেশের শিক্ষার্থীরা সুরক্ষিত নয়'' বললেন উদ্ধভ ঠাকরে
''JNU-র শিক্ষার্থীদের ওপর হয় হামলা আমাকে ২৬/১১-র মুম্বইয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।'' বললেন উদ্ধভ ঠাকরে, সূত্র সংবাদ সংস্থা পিটিআই
জেএনইউ ছাত্র সংগঠনের প্রধান ঐশী ঘোষ রবিবার রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার তিনি জানালেন,তিনি পুলিশকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ার বিষয়ে জানালেও কোনও হস্তক্ষেপ করেনি পুলিশ।
মধ্যরাত্রি থেকে IIM আমেদাবাদের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন
JNU বিক্ষোভ: মুম্বই-তে চলা বিরোধিতায় যোগ দিলেন সুশান্ত সিংহ
''মুখোশ পরিহিতদের মদত দিচ্ছেন অমিত শাহ'': কংগ্রেস
''মুখোশ পরিহিতদের মদত দিচ্ছেন অমিত শাহ। এই বিষয়ে আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।জেএনইউ-তে যে ঘটনা ঘটেছে, তাতে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আর্জি জানানচ্ছি।''কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা।
এই ঘটনার জেরে পদত্যাগ করলেন সাবরমতি হোস্টেলের সিনিয়র ওয়ার্ডেন আর মীনা
JNU বিক্ষোভ: মুখোশ-পরা কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ, FIR দায়ের করা হয়েছে
পাটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভের প্রতিবাদ করেছে
পাটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভের প্রতিবাদ করেছে
আজ সকালে জেএনইউ ক্যাম্পাসে ভারীমাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভের প্রতিবাদে আজ বিকেলে জেএনইউ-র শিক্ষার্থীরা মিছিল করবে।
মুম্বই: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা গেটওয়ে অফ ইন্ডিয়া-তে জমায়েত হয়