This Article is From Jan 05, 2020

জেএনইউ এর ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জেএনইউ তে হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছে জুটা এবং এবিটিএ, তাঁদের অভিযোগ, বিরোধী কণ্ঠরোধ করার জন্যই জেএনইউ তে এই হামলা চালানো হয়েছে

জেএনইউ এর ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিনের ঘটনাকে “ঘৃণ্য কাজ” বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা:

রবিবার সন্ধ্যায় দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হামলার (JNU Violence) ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের ঘটনাকে “ঘৃণ্য কাজ” বলে মন্তব্য করলেন তিনি। দলের চারজন নেতা জেএনইউ তে গিয়ে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আক্রান্ত পড়ুয়া ও শিক্ষকদের পাশে থাকার বার্তা দিতে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেতা দিনেশ ত্রিবেদী, দলের সাংসদ সাজদা আহমেদ, মানস ভুঁইঞ্যা, এবং বিবেক গুপ্তা। ট্যুইটে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “আমরা জেএনইউ এর পড়ুয়া ও শিক্ষকদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা করছি। আমাদের গণতন্ত্রের লজ্জার”।

রবিবার সন্ধ্যায় জেএনইউ বিশ্ববিদ্যালয়ে লাঠি নিয়ে হামলা চালায় মাস্ক পড়া দুষ্কৃতীরা। পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালানোর পাশাপাশি ক্যাম্পাসে সম্পত্তি নষ্ট করা হয়, ফলে পুলিশ ডাকতে বাধ্য হয় প্রশাসন। হামলায় আহত হন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ সহ মোট ১৮ জন। হামলার ঘটনায় একে অপরের দিকে আহুল তুলেছে জেএনইউ এর বামপন্থী ছাত্র সংসদ এবং এবিভিপি।

মুখে মাস্ক পড়ে জেএনইউ ক্যাম্পাসে হামলা, আহত পড়ুয়া থেকে শিক্ষকরা

রবিবার এসএফআই জানিয়েছে, কলকাতায় সোমবার পদযাত্রা করবে তারা এবং জেএনইউ তে “বর্বরোচিত” হামলার নিন্দা জানানো হবে। এসএফআই নেতৃত্ব জানিয়েছে, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা করা হবে। যাদবপুরের এসএফআই নেতা দেবরাজ দেবনাথ বলেন, ক্যাম্পাসে পদযাত্রা করে “ফ্যাসিবাদী” হামলার নিন্দা করা হবে।

দেবরাজ দেবনাথ আরও বলেন, “যদি ক্যাম্পাসের বাইরে পদযাত্রা হয়, সে ব্যাপারেও আমরা সিদ্ধন্ত নেব এবং আমাদের ভবিষ্যত কর্মসূচী হবে এবিভিপি এবং গেরুয়া শক্তির বিরুদ্ধে”। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ে একত্রিত হবেন পড়ুয়ারা এবং প্রতিবাদ মিছিল করা হবে। তিনি বলেন, “আমরা বিজেপি ও এবিভিপির বিরুদ্ধে আন্দোলন করব এবং তাদের বয়কটের ডাক দেব”।

জেএনইউ তে হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছে জুটা এবং এবিটিএ, তাঁদের অভিযোগ, বিরোধী কণ্ঠরোধ করার জন্যই জেএনইউ তে এই হামলা চালানো হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.