JNU হামলার পরে দেখতে দেখতে ৪০ দিন কেটে গেল
হাইলাইটস
- জেএনইউ চত্বরে একদল মুখোশধারী ৫ জানুয়ারি হামলা চালায়
- হামলার পর ৪০ দিন কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি
- গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করছে দিল্লি পুলিশ
নয়া দিল্লি: গত মাসে জেএনইউ ক্যাম্পাসে হামলার (JNU Violence) ঘটনার ৪০ দিন পেরিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ইতি মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তাঁরা। ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একদল মুখোশধারী হামলা চালায়, ওই ঘটনায় (JNU Attack) এক ছাত্র ও এক শিক্ষকের মাথা ফেটে যায় এবং অল্পবিস্তর আহত হন আরও বেশ কয়েকজন পড়ুয়া। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, গোটা মামলায় পুলিশ (Delhi Police) খুব ধীর গতিতে তদন্ত করছে। ঘটনার পর একটি ভাইরাল ভিডিওতে হামলাকারীদের ছবি দেখা যায় পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন স্ক্রিন শটে ওই হামলা সংক্রান্ত পরিকল্পনার আলোচনা দেখে অনুমান করা হয় যে বিশ্ববিদ্যালয়ের (JNU) ওই হামলার নেপথ্যে আছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।
JNU Attack: হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের ফোন বাজেয়াপ্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট
দিল্লি পুলিশের কথা অনুযায়ী :-
- দিল্লি পুলিশ জেএনইউ হিংসায় কাউকে গ্রেফতার করা হবে না
- পুলিশ মূল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে আসামিদের সরাসরি আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে
- চার্জশিটে জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি ঐশী ঘোষ এবং অন্যান্য বাম ছাত্রদের নামও অন্তর্ভুক্ত করা হবে।
- এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যদেরও নাম থাকবে চার্জশিটে
- দিল্লি পুলিশ গোটা মামলায় এখনও পর্যন্ত ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে
- জেএনইউয়ের নিরাপত্তা কর্মী এবং শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই হামলা নিয়ে
- পুলিশ জানিয়েছে যে নিয়ম অনুসারে ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে
- সমস্ত ভাইরাল ভিডিও যাচাইয়ের জন্য পুলিশ এফএসএল রিপোর্টের জন্য অপেক্ষা করছে
এর আগে জেএনইউ হামলার তদন্তে নেমে দিল্লি পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানায় যে সন্দেহভাজন ৬০ জনের মধ্যে ৩৭ জনের একটি দলকে চিহ্নিত করা হয়েছে যাঁরা 'বামপন্থী বিরোধী ঐক্য' নামে একটি হোয়াটসঅ্যাপ দলের সদস্য। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে জেএনইউয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর গত সপ্তাহের হামলার ঘটনার পিছনে তাঁদের হাত রয়েছে। এখনও পর্যন্ত এঁদের মধ্যে কমপক্ষে ১০ জনকে বহিরাগত হিসাবে চিহ্নিত করা হয়েছে যাঁরা ওই হামলার সঙ্গে জড়িয়ে ছিলেন বলে অভিযোগ।
‘‘শহুরে নকশালরাই জেএনইউয়ের নাম খারাপ করছে'': এবিভিপি
দিল্লি পুলিশ একথাও জানায় বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালাতে বহিরাগতের সাহায্য নেওয়া হয়েছিল। জেএনইউয়ের পড়ুয়ারাই ওই বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ। ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে নৃশংস হামলা চালায় একদল মুখোশধারী, ঘটনায় আহত হন কমপক্ষে ৩৪ জন।