This Article is From Oct 07, 2018

জেএনইউয়ের অধ্যাপকদের আচরণ বিধির আওতায় আনার উদ্যোগ, প্রতিবাদ

অধ্যাপকদের কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নির্দিষ্ট আচরণ বিধির আওতায় আনতে চাইছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

জেএনইউয়ের অধ্যাপকদের আচরণ বিধির আওতায় আনার উদ্যোগ,  প্রতিবাদ

নিয়ম বলছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা সংবাদ পত্রে নিজের মত প্রকাশ করতে পারেন না।

হাইলাইটস

  • অধ্যাপকদের জন্য নির্দিষ্ট আচরণ বিধির আওতায় আনতে চাইছে জেএনইউ
  • এই সিদ্ধান্ত এখনও কার্যকর না হলেও প্রতিবাদে সরব হয়েছেন অধ্যাপকরা
  • জুন্টার দাবি অধ্যাপকদের বিরোধিতা স্তব্ধ করতেই এমন সিদ্ধান্ত
New Delhi:

অধ্যাপকদের কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নির্দিষ্ট আচরণ বিধির আওতায় আনতে চাইছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্ত এখনও কার্যকর না হলেও প্রতিবাদে সরব হয়েছেন অধ্যাপকরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন জুন্টার দাবি অধ্যাপকরা যাতে বিরোধিতা না করতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আচরণ বিধি চালু হয়ে গেলে অধ্যাপকরা কোনও রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। একইভাবে বনধ বা ধর্মঘটেও অংশ নিতে পারবেন না অধ্যাপকরা। লড়তে পারবেন না নির্বাচনেও। সংগঠনের সদস্যরা বলছেন, এই আচরণ বিধি চালু হলে অর্থনীতির অধ্যাপক আর্থিক নীতির সমালোচনা করতে পারবেন না। একইভাবে রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করলে সমস্যায় পড়বেন রাষ্ট্রবিদ্যার অধ্যাপকরা। সংবাদপত্রের সঙ্গেও যুক্ত হতে পারবেন না অধ্যাপকরা।

নিয়ম বলছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা সংবাদপত্রে নিজের মত প্রকাশ করতে পারেন না। কোনও ভাবে সেটা করলে তা আচরণ বিধি লঙ্ঘনের সামিল। পাশাপাশি কোনও সংবাদপত্রের সম্পাদকীয় বোর্ডের সঙ্গেও যুক্ত হতে পারেন না কর্মীরা ।

.