This Article is From Apr 17, 2018

জেপি ইনফ্রা বিক্রি হয়ে যাবে কি? দাম 7350 কোটি টাকা.

গত এক বছর আগে ঋণদাতাদের অর্থ শোধ করার জন্য জেপি ইনফ্রাটেক যে দাম চেয়েছিল, তার থেকে লক্ষ্যদ্বীপ কম দাম দিয়েছে.

Advertisement
ব্যবসা
नई दिल्ली: প্রতীকাত্মক ফোটনই দিল্লী: ঋণের তলায় চেপে থাকা ইনফ্রাটেকের চাবি কার হস্তগত হবে তা নিয়ে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে. এই প্রতিযোগিতায় লক্ষ্যদ্বীপ প্রাইভেট লিমিটেড 7350 কোটি দাম দিয়ে সবার আগে এগিয়ে গেছে, অথচ এর আগে কোথাও এর নামই শোনা যায়নি. গত এক বছর আগে ঋণদাতাদের অর্থ শোধ করার জন্য জেপি ইনফ্রাটেক যে দাম  চেয়েছিল, তার থেকে লক্ষ্যদ্বীপ কম দাম দিয়েছে.

এই মামলার সাথে যুক্ত সূত্র অনুসারে বলা যায় যে, সুধীর বালিয়ার সুরক্ষা এসেট রিকন্সট্রাক্সান কম্পানি এবং মুম্বাইতে অবস্থিত দোস্তি রিয়ালিটি কম্পানি একত্রে লক্ষদ্বীপ প্রাইভেট লিমিটেড ব্যাংক গুলিকে নগদ 1200 কোটি টাকা সহ চার হাজার কোটি টাকা মূল্যের জমি প্রদানের প্রস্তাব দিয়েছে. প্রস্তাবের শেষ অংশে অপরিবর্তনীয় দীর্ঘকালীন ঋণপত্রের রূপে দেওয়ার প্রস্তাব আছে.

লক্ষদ্বীপ প্রাইভেট লিমিটেড নিলামে আদানি গ্রূপকে পরাজিত করে দিয়েছে. আদানি গ্রূপ 1200  কোটি টাকা নগদ এবং 3500  কোটি টাকার জমি ও 3000 কোটি টাকা বন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছিল.  

Advertisement
 
Advertisement