This Article is From Sep 24, 2019

ঊর্মিমালা বসুকে নিয়ে তৈরি কুরুচিকর মিমের তীব্র নিন্দা বাবুল সুপ্রিয়র

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মঙ্গলবার নিন্দা করলেন বর্ষীয়ান বাচিক শিল্পী ঊর্মিমালা বসুকে (Urmimala Bose) তৈরি হওয়া কুরুচিকর মিমের (Meme)।

ঊর্মিমালা বসুকে নিয়ে তৈরি কুরুচিকর মিমের তীব্র নিন্দা বাবুল সুপ্রিয়র

মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি জানান, ‘‘আমি গভীর ভাবে ও অত্যন্ত কঠোর ভাবে নিন্দা করি এই ধরনের মিমের।’’

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) মঙ্গলবার নিন্দা করলেন বর্ষীয়ান বাচিক শিল্পী ঊর্মিমালা বসুকে (Urmimala Bose) তৈরি হওয়া কুরুচিকর মিমের (Meme)। গত ২২ সেপ্টেম্বর ঊর্মিমালা বসু ‘‘দেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে'' প্রতিবাদে সামিল হওয়া বাম পড়ুয়াদের প্রশংসা করেছিলেন। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে তাঁকে নিয়ে তৈরি হওয়া একটি কুরুচিকর মিম সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। মিমটিকে ঘিরে প্রতিবাদ শুরু হয়। নিন্দা করেন কবি ও সাহিত্যিক জয় গোস্বামী এবং গায়ক শ্রীকান্ত আচার্যসহ বহু বিশিষ্ট মানুষ। সেই তালিকায় এবার বাবুল সুপ্রিয়ও। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি জানান, ‘‘আমি গভীর ভাবে ও অত্যন্ত কঠোর ভাবে নিন্দা করি এই ধরনের মিমের।''

তিনি জানান, ‘‘আমি ওঁকে ব্যক্তিগত ভাবে চি‌নি এবং তিনি যা বলেছিলেন তার উত্তর তাঁকে আমি দেব যখন সময় পাব। কিন্তু ততদিন পর্যন্ত দয়া করে এই নোংরা খেলাগুলো বন্ধ হোক।''

যাদবপুরে বাবুলের নিগ্রহের প্রতিবাদে বিজেপির মিছিল শহরে

ঊর্মিমালা ওই কুরুচিকর মিম প্রসঙ্গে জানান, ‘‘এই ধরনের মন্তব্য যন্ত্রণাদায়ক। কিন্তু একজন ৭৩ বছরের বর্ষীয়ান হিসেবে আমি আরও শিহরিত হচ্ছি দেশের পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে।'' তিনি জানান, আগামী দিনের ভয়ঙ্করতার কথা ভেবে তিনি আতঙ্কিত।

গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। বিজেপির ছাত্র শাখা এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি সেমিনারে যোগ দিতে এসেছিলেন বাবুল। তাঁকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয় দু'টি বাম ছাত্র সংগঠন আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন ও স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা।

ঊর্মিমালা বসু জানান, তিনি প্রতিবাদী পড়ুয়াদের বিক্ষোভকে বিচার করতে যাননি। তিনি এও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী ঘেরাও হওয়ার পর যে ব্যবহার করেছেন, সেটা নিয়েও কিছু বলতে চা‌‌ন না তিনি।

গত শুক্রবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সংক্রান্ত এক বন্ধুর পোস্ট শেয়ার করেন। এরপরই ওই কুরুচিকর যৌনগন্ধী মিম ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

বহু মানুষ প্রতিবাদ করেছেন ওই মিমের। সাধারণ নাগরিক থেকে বিশিষ্টজন— বর্ষীয়ান ঊর্মিমালা বসুকে নিয়ে তৈরি এমন মিমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন তি‌নি।

বাবুল সুপ্রিয় অন্য একটি টুইটে লেখেন, ‘‘প্রিয় ঊর্মিমা‌লাদি, আপনার ধর্ম হয়তো বাম। কিন্তু আপনি জন্মান্ধ নন। আপনি কেন আস‌ল সত্যিটা দেখতে পাচ্ছেন না? নাকি আপনি দেখতে চা‌ন না?''

ভিডিও দেখুন



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.