Read in English
This Article is From Jan 06, 2020

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও বিজেপি কর্মীদের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (জেইউ) পড়ুয়া আর বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

কিন্তু ব্যারিকেড উপেক্ষা করে এগোতে থাকে দুটি মিছিল। এরপরেই লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ।

Highlights

  • জেইউ পড়ুয়া আর বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ।
  • সোমবার সন্ধ্যার এই ঘটনায় উত্তপ্ত হল এলাকার সুলেখা মোড়।
  • সেই দুটি মিছিল থেকে যাতে উত্তেজনা না ছড়ায়, ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ।
কলকাতা :

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (জেইউ) পড়ুয়া আর বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। সোমবার সন্ধ্যার এই ঘটনায় উত্তপ্ত হল এলাকার সুলেখা মোড়। এদিন বিজেপির একটা পদযাত্রাকে বিশ্ববিদ্যালয়ের সামনে আটকাতে পাল্টা মিছিল বের করেন  জেইউ-র পড়ুয়ারা। সেই দুটি মিছিল থেকে যাতে উত্তেজনা না ছড়ায়, ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। কিন্তু সেই ব্যারিকেড উপেক্ষা করে এগোতে থাকে দুটি মিছিল। এরপরেই লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ বলে সূত্রের খবর।

প্রায় দু ঘণ্টার এই খণ্ডযুদ্ধে অবশেষে রণে ভঙ্গ দিয়ে এলাকা ছাড়ে দুই পক্ষ। তবে এদিন প্রাক্তন সাংসদ অনুপম হাজরার নেতৃত্বে বিজেপির ওই  মিছিল থেকে সিপিআইএম-এর পতাকা পোড়ানো হয়। পাল্টা বিজেপির পতাকা পড়ান জেইউ-র পড়ুয়ারাও। রবিবারের জেএনইউ-র ঘটনায় সমালোচনা গোটা দেশে। প্রতিবাদ পথে নেমেছে একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। 

Advertisement