This Article is From Jan 09, 2020

সরকারের সমালোচনা না করে, আগে নিজেদের সমালোচনা করি: জুহি চাওলা

তারপরে বুধবার জুহি চাওলার এই মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হল, দাবি টিনসেল টাউনের।

সরকারের সমালোচনা না করে, আগে নিজেদের সমালোচনা করি: জুহি চাওলা

বুধবার কেন্দ্রীয় সরকারের  পাশে  দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ।

হাইলাইটস

  • সিএএ আর এনআরসি নিয়ে সরব জুহি চাওলা
  • সরকারের সমালোচনা না করে, নিজেদের সমালোচনা করি
  • এই মন্তব্যে এখন চাপানউতোর তুঙ্গে
নয়াদিল্লি:

আপনি যদি অন্যের দিকে একটা আঙুল তোলেন, তাহলে মনে রাখবেন বাকি ৩টি আঙুল আপনার দিকে তাক করা। এ ভাষাতেই বুধবার কেন্দ্রীয় সরকারের  পাশে (Support) দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। তিনি বলেছেন, আমরা সবসময় প্রশ্ন করি সরকার (Government) কি করছে? কিন্তু একবারও ভেবে দেখি না আমরা কী করছি!  গেটওয়ে অফ ইন্ডিয়ার (Gateway of India) সামনে 'ফ্রি কাশ্মীর' প্ল্যাকার্ডের বিরোধিতা করে বুধবার প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বলিউডের একদা এই গ্ল্যামার কুইন। 

"কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ": নাগরিকত্ব আইন প্রসঙ্গে বললেন প্রধান বিচারপতি

সেখানে তাঁকে দেশব্যাপী চলা সাম্প্রতিক সিএএ (CAA), এনআরসি বিতর্ক এবং জেএনইউ'র হামলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাব দিতেই সেদিন নীরবতা ভেঙে সরকার পক্ষের সমর্থনে মুখ খোলেন সেলুলয়েডের 'কিরণ'।বুধবার তিনি খানিকটা বিরক্তির সুরে বলেন, 'সরকারের সমালোচনা করার আগে আমরা নিজেদের সমোলোচনা করি। আমরা সিএএ, এনআরসি কী, না জেনে বুঝেই সরকারকে কাঠগড়ায় তুলছি। ওরা বিভাজনের রাজনীতি করছে বলে চিৎকার করছি। এতো তাড়াহুড়ো কীসের? আমরা সবাই বিভাজন বিভাজন করে চিৎকার করছি। কিন্তু কেউ একতার কথা বলছি না।'

‘আমিও এবিভিপির'': এমন কথাতেই মিলেছিল রেহাই, জেএনইউ ছাত্রের চাঞ্চল্যকর দাবি

তিনি বলেছেন, আমরা একটা কাজ করতে গিয়ে ভাবি কীভাবে সেটা শেষ করবো! সেই কাজ শেষ করতে গিয়ে কিছু একটা গড়বড় হয়ে গেলে সংবাদধ্যম সমালোচনা শুরু করে দেয়। আপনার প্রতিক্রিয়া কী? জানতে শুরু করে। আরে! আগে কী হয়েছে? কেন হয়েছে? কী হতে পারতো? সেটা আগে জেনে-বুঝে নিই, তারপর তো প্রতিক্রিয়া দেব। আগে মানুষ জানুক, বুঝুক সিএএ কী এবং কেন? এনআরসি কেন করা হচ্ছে? তারপর তো প্রতিক্রয়া। আমরা সেই সময়টুকুও দিই না, বিরক্তির সুরে যোগ করেছেন তিনি।  আরও আক্রমণাত্মক ভাষায় জুহি চাওলা বলেন, "সরকার কী করছে না জানতে চেয়ে, আমরা কী করছি সেটা আগে জানি। কারও দিকে আঙুল তুললে, বাকি ৩টি আঙুল নিজের দিকেও থাকে সেটা জানা দরকার।"

#BoycottChhapaak -এর পর দীপিকার পাশে এগিয়ে এলেন তাঁর ভক্তরা

ইতিমধ্যে সিএএ, এনআরসি আর জেএনইউ-তে হামলা প্রসঙ্গে বলিউডের একঝাঁক প্রতিষ্ঠিত কলাকুশলী এগিয়ে এসে সরকারের সমালোচনা করেছেন। জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে মুম্বইয়ের কার্টার রোডে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। সেই প্রতিবাদীদের তালিকায় ছিলেন অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, বিশাল ভরদ্বাজের মতো তারকারা। উল্টো দিকে গায়ক শান, রণভীর শোরের মতো তারকারা সিএএ-র পক্ষে আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন। এসবের মধ্যে খানিকটা চমক দিয়ে ছবি মুক্তির দু'দিন আগে দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আক্রান্ত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন দীপিকা পাডুকোন। সেই নিয়ে চাপানউতোর তুঙ্গে। তারপরে বুধবার জুহি চাওলার এই মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হল, দাবি টিনসেল টাউনের।      

বলিউডের আরও খবর 

.