ও মেরি জান, মেরেকো মজনু বানা কর গানে পরমের এক্সপ্রেশন!
কলকাতা: রীতিমতো চ্যালেঞ্জ করেই বলা যায় টলি তারকাদের এই রূপে বিশেষ দেখেননি কেউই! বন্ধুর বিয়েতে হোক বা পাড়ার পুজোর বিসর্জনে, ঠিক যে মুডে থাকেন আপনি বা আর পাঁচটা সাধারণ মানুষ এক্কেবারে তেমনভাবেই ধরা পড়েছেন টলিউড সিনে জগতের তাবড় তারকারা। সলমানের নাচের গান সহ বলিউডের সমস্ত ডান্স নাম্বারে অনন্য সব মুডে ধরা দিয়েছেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি আরও বহুজন! সৌজন্য পরিচালক রাজ চক্রবর্তীর ফেসবুক লাইভ, আর উপলক্ষ? অভিনেত্রী জুন মালিয়ার বিয়ের রিসেপশন অনুষ্ঠান। ১ ডিসেম্বর রাত তখন সাড়ে আটটার কাছাকাছি। জমজমাট অনুষ্ঠানে একের পর এক গান চলছে আর পাল্লা দিয়ে নাচও।
দেখে নিন তারকা সমাবেশ;
ভিডিওর শুরুতেই একেবারে ভিন্ন মুডে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি! পেস্তা রঙের ব্লাউজ আর হালকা সাদাঘেঁষা রঙের শাড়িতে জব্বর নাচ তার। মুখে কালো শাল টেনে ধরে সে এক হুজ্জুতি। কালো স্যুট ব্যুটে অভিনেতা যিশু সেনগুপ্তর নাগিন ডান্স ছিল চোখ কাড়ার মতোই। বেশ কিছুক্ষণ এই বিখ্যাত পোজে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেতা। সলমানের জুম্মে কি রাত গানে খোলামেলা মুডে যে যার নিজের মতো নেচে গিয়েছেন অবিরত।
দেখে নিন সেই ভিডিও;
প্রথম থেকেই দিলখুশ মেজাজে পরমব্রতও! নেভি ব্লু কুর্তার উপর হালকা নীল জহর কোট। মারকাটারি সব পোজে কখনও শুভশ্রীর সঙ্গে তো কখনও একাই বিন্দাস তিনি। মাঝে অবশ্য যিশুর সঙ্গে ছোট্ট করে ডুয়েট নাচও সেরে ফেলেছেন তিনি। আর এই সবের মাঝে রাজ চক্রবর্তী কই! নাহ, শ্যুটিং ফ্লোরের মতোই ক্যামেরার পিছনে থেকে সবটা সামলেছেন তিনি।