This Article is From Jan 08, 2020

জেএনইউ-কাণ্ডের প্রতিবাদ করতে ভীত নই: ক্যাটের অন্যতম সেরা দেবর্ষি চন্দ

ক্যাট পরীক্ষায় ১০০% স্কোর করা দেবর্ষি চন্দ, আগামিদিনেও অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হবেন না। বুধবার এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

জেএনইউ-তে হামলার প্রতিবাদে যাদবপুরের পড়ুয়াদের মিছিল।

Highlights

  • অন্যায়ের প্রতিবাদ করতে ভীত নই, জানালেন ক্যাটের অন্যতম সেরা দেবর্ষি চন্দ।
  • জেইউ'র সহপাঠীদের জন্য তিনি গর্বিত।
  • যে কোনও আন্দোলনে ওদের সঙ্গে আছি, জানিয়েছেন দেবর্ষি চন্দ।
কলকাতা :

কমন এডমিশন টেস্ট বা ক্যাট (CAT) পরীক্ষায় ১০০% স্কোর (Topper) করে অন্যতম সেরা কলকাতার দেবর্ষি চন্দ। আগামিদিনেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (জেইউ) সেই পড়ুয়া অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হবেন না। বুধবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন দেবর্ষি চন্দ। তাঁর বক্তব্য, 'শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী-অধ্যাপকদের উপর হামলা হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, কোনও অন্যায়কে আমি রেয়াত করব না।আমি ভীত নই। এর আগেও যাদবপুরের পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় আমি ছিলাম। অন্যায়ের প্রতিবাদ না করে নীরব থাকার যে প্রবৃত্তি, তার বিরুদ্ধে সরব হয়েছিলাম। ভবিষ্যতেও হব।' জেইউ'র (JU) ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই ছাত্র ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্কুল অফ এনার্জি স্টাডিসে ভর্তি হয়েছেন।

জানা গেছে, গোটা দেশ থেকে ১০০% স্কোর (Score) যে দশ জন করেছেন, তাঁর মধ্যে অন্যতম দেবর্ষি চন্দ। পশ্চিমবঙ্গ থেকে তিনি একমাত্র, যে এই সাফল্য অর্জন করেছেন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়-সহ জেএনইউ-তে (JNU) হামলা কিংবা সিএএ-বিরোধী আন্দোলনের প্রথমসারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন মেধাবী ওই ছাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেছেন, আমি আমার সহপাঠী ও বন্ধুদের জন্য গর্বিত। আমি ওদের সঙ্গে আছি। তবে কেবল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা না, দেশের অন্য প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা একইভাবে আন্দোলন করছেন, সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি।  

এমনকী, অনেক ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যৌথ প্রতিবাদ পদযাত্রা আয়োজিত করেছে বলেও জানান তিনি।  জেএনইউ-তে হামলার প্রতিবাদে সোমবার একটা বিক্ষোভ মিছিল বার করেছিলেন জেইউ'র পড়ুয়ারা। সেই মিছিল রুখতে পুলিশের করা লাঠিচার্জের সমালোচনা এদিন করেছেন তিনি। সেদিন যাদবপুরের সুলেখা মোড় এলাকায় জেইউ পড়ুয়াদের মিছিল আর বিজেপির মিছিল মুখোমুখি এসে গিয়েছিল।

Advertisement

সেই সময় যাতে কোনও সংঘর্ষ না ছড়ায়, সেটা প্রতিরোধে লাঠিচার্জ করেছিল পুলিশ। এমন দাবি করেছে কলকাতা পুলিশ। আইন-শৃঙ্খলা আয়ত্তে রাখতে, দু'পক্ষের মিছিল ছত্রভঙ্গ করতে ওই পদক্ষেপ জানিয়েছে তারা।
সেই ঘটনার প্রতিবাদে এদিন বিস্ময় প্রকাশ করে দেবর্ষি চন্দ পিটিআইকে বলেছেন, পড়ুয়ারা গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করছিলেন। সেই মিছিলে কীভাবে লাঠিচার্জ করে পুলিশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement