हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 26, 2019

রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, প্যানেলে এলেন ইন্দু মালহোত্রা

বিচারপতি আর ভানুমতীর পর সুপ্রিম কোর্টের দ্বিতীয় মহিলা বিচারপতি তিনি। গত বছর এপ্রিলেই দায়িত্বগ্রহণ করেন ইন্দু মালহোত্রা (Indu Malhotra)।

Advertisement
অল ইন্ডিয়া ,

প্যানেলে এলেন ইন্দু মালহোত্রা

Highlights

  • এলেন ইন্দু মালহোত্রা
  • সরে গেলেন বিচারপতি রামান্না
  • সুপ্রিম কোর্টের এক প্রাক্তন কর্মী যৌন হেনস্তার অভিযোগ আনেন
নিউ দিল্লি:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী, সেই মামলায় যে তিন বিচারপতির প্যানেল তৈরি করা হয়েছিল, সেখানে বিচারপতি এন ভি রামান্নার নথিভুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিযোগকারিণী। তারপরই বিচারপতি এন ভি রামান্নাকে সরিয়ে দেওয়া হয় বিচারপতিদের ওই প্যানেলটি থেকে। তাঁর জায়গায় এলেন বিচারপতি ইন্দু মালহোত্রা (Indu Malhotra)। বিচারপতি আর ভানুমতীর পর সুপ্রিম কোর্টের দ্বিতীয় মহিলা বিচারপতি তিনি। গত বছর এপ্রিলেই দায়িত্বগ্রহণ করেন ইন্দু মালহোত্রা(Indu Malhotra)। দেশজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে যৌন হেনস্তা নিয়ে যে সংস্থা কাজ করার ক্ষেত্রে এই দেশে পথিকৃৎ, সেই বিশাখা কমিটির সদস্য ছিলেন তিনি।

মহুয়ার অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিম কোর্ট

এছাড়া, সুপ্রিম কোর্টে ঘরের মধ্যে যৌন হেনস্তার অভিযোগের মামলাগুলিরও দেখভাল করতেন তিনি।

Advertisement

অভিযোগকারিণীর বক্তব্য, বিচারপতি রামান্না মূল অভিযুক্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর অতি ঘনিষ্ঠ এবং 'পারিবারিক বন্ধু'। তাই তাঁকে এই মামলার বিচারপতিদের প্যানেলে রাখা কোনওভাবেই উচিত নয়। অভিযোগকারীর বক্তব্য, ওই প্যানেলে আরও বেশি করে মহিলা বিচারপতিদের জায়গা হওয়া উচিত। যদিও, এই অভিযোগকে বিচারপতি রামান্না সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন। যদিও, তারপরেও ‘বিচারপ্রক্রিয়া নিয়ে কোনও প্রশ্ন ওঠার সুযোগ দিতে চান না' বলে সরে দাঁড়ান তিনি।

রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের মামলার প্যানেল থেকে বাদ এক বিচারপতি

Advertisement

প্রসঙ্গত, গত মঙ্গলবারই প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের উপস্থিতিতে তাঁদের মত নিয়েই সংশ্লিষ্ট প্যানেলটি গঠন করা হয়। এই প্যানেলে এন ভি রামান্না ছাড়া বাকি দুজন হলেন বিচারপতি এস এ বোবড়ে, যিনি অভিজ্ঞতার দিক দিয়ে ঠিক রঞ্জন গগৈ-এর পরেই রয়েছেন এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন বিচারপতি এস এ বোবড়ে স্বয়ং। 

Advertisement

কীভাবে এই প্যানেলটি গঠন করা হয়েছিল, তার ব্যাখাও দেন বিচারপতি বোবড়ে। তিনি বলেন, "আমি বিচারপতি রামান্নাকে নিয়েছিলাম, তাঁর কারণ তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন। এবং, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়কে প্যানেলে রাখা হয়েছিল, তার কারণ, তিনি মহিলা"।

প্রসঙ্গত, গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের এক প্রাক্তন কর্মচারী একটি এফিডেবিটের মাধ্যমে তাঁর অভিযোগটি সমস্ত বিচারপতির কাছে পাঠান।

Advertisement