This Article is From Jan 13, 2019

অলোক বর্মাকে সরানোর পক্ষে রায় দেওয়া বিচারপতি সিক্রি কেন্দ্রের প্রস্তাব খারিজ করলেন

প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে  পদ থেকে  সরানোর পক্ষে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি।

অলোক বর্মাকে সরানোর পক্ষে রায় দেওয়া বিচারপতি সিক্রি কেন্দ্রের প্রস্তাব খারিজ করলেন

কেন্দ্রের প্রস্তাব কেন গ্রহণ করতে পারছেন না  তা  চিঠি  লিখে জানিয়েছেন বিচারপতি।

হাইলাইটস

  • অলোক বর্মাকে পদ থেকে সরানোর পক্ষে রায় দিয়েছিলেন এ কে সিক্রি
  • তাঁর ভোটের সাহায্যেই অলোক বর্মাকে বরখাস্ত করতে পেরেছে কেন্দ্র
  • তাঁকে লন্ডনস্থিত একটি ট্রাইব্যুনালের দায়িত্ব দিতে চেয়েছিল কেন্দ্র
নিউ দিল্লি:

প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে  পদ থেকে  সরানোর পক্ষে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কমিটিতে যুক্ত হন বিচারপতি সিক্রি। তাঁর ভোটের সাহায্যেই অলোক বর্মাকে বরখাস্ত  করতে পেরেছে  কেন্দ্রীয় সরকার। আগামী মার্চ মাসে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। তাঁকে লন্ডনস্থিত একটি ট্রাইব্যুনালের দায়িত্ব দিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু সেই প্রস্তাব খারিজ করেছেন বিচারপতি। দ্য প্রিন্ট এই খবর জানিয়েছে। ৫৩টি দেশের মধ্যে কয়েকটি বিষয়ে বিরোধ বাঁধলে তার সমাধান করে এই ট্রাইব্যুনাল। একটা সময়ে মনে হয়েছিল বিচারপতি সিক্রি অবসর নেওয়ার কয়েকদিন বাদেই এই পদে যোগ দেবেন।

উত্তরপ্রেদেশে ৮০ টি আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস, রাজ্যে মোট ১৩টি জনসভা করবেন রাহুল

কেন্দ্রের প্রস্তাব কেন গ্রহণ করতে পারছেন না  তা  চিঠি  লিখে জানিয়েছেন বিচারপতি। সূত্রের খবর সেই  চিঠিতে  তিনি লিখেছেন, সাম্প্রতিক ঘটনাক্রমে তিনি ব্যথিত হয়েছেন। বিশেষ করে  সিবিআই অধিকর্তাকে সরানো নিয়ে তাঁকে ঘিরে যে বিতর্ক হয়েছে তা তাঁর কাছে  বেদনাদায়ক।

লিঙ্গ সম্পর্কে আপনার মতবাদ আমার উপর চাপিয়ে দেবেন না, নির্মলা- বিতর্কে অনড় থেকে দাবি রাহুলের

বিচারপতির ঘনিষ্ঠ মহল জানিয়েছে, গত মাসেই কেন্দ্রের  তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময় রাজিও হয়েছিলেন বিচারপতি সিক্রি। কিন্তু পরে তিনি জানিয়েদেন পদে যোগ দেবেন না । সাধারণত বছরে তিন থেকে  চার বার শুনানি হয়  এই ট্রাইব্যুনালে। আর পদটি সাম্মানিক।

 

.