This Article is From Feb 20, 2020

যাদবপুরের ভোটে বাম ছাত্রদের আধিপত্য! প্রথমবার লড়ে খাতা খুলল এবিভিপি

বিজ্ঞান বিভাগেও আধিপত্য অপর এক বামমনস্ক ছাত্র সংগঠন উই দা ইন্ডেপেনডেন্ট বা ডাবলুটিআইয়ের।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

প্রায় তিন বছর ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

Highlights

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে পদ ধরে রাখল বাম ছাত্র সংগঠনগুলো
  • কলা বিভাগে এগিয়ে এসএফআই, বিজ্ঞান বিভাগে ডাবলুটিআই
  • প্রথমবার লড়ে এই নির্বাচনে খাতা খুলেছে এবিভিপি
কলকাতা:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভোটে কলা বিভাগে নিজেদের আধিপত্য বজায় রাখল এসএফআই। বিজ্ঞান বিভাগেও আধিপত্য অপর এক বামমনস্ক ছাত্র সংগঠন উই দা ইন্ডেপেনডেন্ট বা ডাবলুটিআইয়ের। সায়েন্স বা বিজ্ঞান বিভাগেড় সংসদ দখলের পথে  নকশালপন্থী ছাত্র সংগঠন ডিএসএফ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর জয়জয়কার হলেও অপ্রত্যাশিত ফল দক্ষিণপন্থী এবিভিপি'র। প্রথমবার ভোটে লড়ে এই বিশ্ববিদ্যালয়ে খাতা খুলেছে ওই ছাত্র সংগঠন। ইঞ্জিনিয়ারিং বিভাগে ফলের বিচারে দ্বিতীয় স্থানে এবিভিপি। সেখানে তৃতীয় স্থানে এসএফআই। চতুর্থ স্থানে টিএমসিপি। বিশ্ববিদ্যালয় সূত্রে এমনটাই খবর। এদিকে জানা গিয়েছে, কলা বিভাগে এসএফআই এগিয়ে থাকলেও, যান্ত্রিক ত্রুটিরর কারণে সন্ধ্যার পর থেকে বন্ধ ছিল গণনা।

কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া ৫০,০০০ কোটি, প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রীয় প্যানেলের ভোটে সবকটি আসনেই (বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কলা) বাম ছাত্র সংগঠনের জয়জয়কার। এই প্যানেলে এক সভাপতি, এক সাধারণ সম্পাদক-সহ ৩টি সহ সম্পাদকের পদের জন্য লড়াই হয়েছে। অপরদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ক্যাম্পাস। গণনাকেন্দ্রের বাইরে মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী আর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। ইঞ্জিনিয়ারিং বিভাগের ফল বিশ্লেষণ করে জানা গিয়েছে, সেই ভোটে ডিএসএফ কেন্দ্রীয় প্যানেলের পাঁচটি আসনেই জিতেছে। তারা পেয়েছে ৩,৩০৪টি ভোট। এবিভিপি পেয়েছে ৫০৮টি ভোট। এসএফআই আর টিএমসিপি পেয়েছে ৫০৮ এবং ৭৭টি ভোট। 

সরকারি বিধি লঙ্ঘন করে শ্যামপুরে মাইক বাজিয়ে মেলার উদ্বোধন রাজ্যপালের

Advertisement

এই ফলের পর ডিএসএফ নেতা অভিক বলেছেন, এই ভোট দেখিয়ে দিল যাদবপুরের পড়ুয়ারা কোনও বিভেদকামী শক্তিকে এই ক্যাম্পাসে প্রভাব ফেলতে দেবে না। ঘৃণার রাজনীতি ছড়াতে দেবে না। কোনও পদে জয়ী না হলেও ৫০০ ভোট পাওয়াকে বড় লাভ হিসেবে দেখছে এবিভিপি। এদিকে, কলা বিভাবের ৪টি কেন্দ্রীয় প্যানেলের ভোটে চার দলের লড়াই। এসএফআই, এবিভিপি, আইসা এবং টিএমসিপি। প্রায় তিন বছর ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement