সিওলের কাছে নিজের বাড়িতে মৃত পপ তারকা।
দক্ষিণ কোরিয়ার (South Korea) কে-পপ তারকা (pop Star) সুলিকে (Sulli) সিওলের কাছে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সোমবার পুলিশ একথা জানিয়েছে। বিবিসি-কে পুলিশ জানিয়েছে, গায়িকার ম্যানেজার তাঁকে ঘরে মৃত অবস্থায় আবিষ্কার করেন। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধান করা শুরু করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে চিনি আত্মহত্যা করেছেন। এর আগে ব্যান্ড এফ-এর সদস্য ছিলেন মৃত সুলি। তাঁর আসল নাম জিন-রি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৫০ লক্ষ। ২০১৫ সালে অভিনয়ে মন দিতে তিনি ব্যান্ড ছেড়ে দেন।
শিশু কচ্ছপের মৃত্যুতে স্তম্ভিত বিশ্ব! পেটে মিলল সমুদ্রে ফেলা ১০৪ টি প্লাস্টিক টুকরো!
কিন্তু খবর অনুসারে, অনলাইনে নিয়মিত খারাপ কমেন্টের কারণেই সুলি ব্যান্ড ছেড়ে দেন।
সুলি কে-পপ তারকা জং হিউনের খুব ভাল বন্ধু ছিলেন, যিনি ২৭ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন ২০১৭ সালে। সেই সময় সুলি তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশও নিয়েছিলেন।
ভিডিও দেখুন
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)