Read in English
This Article is From Jun 05, 2018

কাবেরী নিয়ে মন্তব্যের জেরে 'কালা'র রিলিজ আটকে যাওয়ায় ড্যামেজ কন্ট্রোলে নামলেন রজনীকান্ত

সুপারস্টারের নতুন সিনেমাটি গোটা দেশ জুড়ে রিলিজ করবে আগামী বৃহস্পতিবার। কিন্তু কর্ণাটকের ফিল্ম চেম্বার অব কমার্স ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

কর্ণাটকে রজনীকান্তের অসংখ্য ভক্ত রয়েছে।

Highlights

  • কাবেরী নিয়ে মন্তব্যের জেরে কর্ণাটকের ফিল্মি সমাজ এই নিষেধাজ্ঞা জারি করেছে
  • তিনি বলেছিলেন কাবেরীর জল ছাড়া উচিত কর্ণাটকের
  • ছবি রিলিজের জন্য কর্ণাটক হাইকোর্টের দারস্থ রজনীকান্ত
চেন্নাই: সোমবার তামিল সুপারস্টার রজনীকান্ত তাঁর আসন্ন ছবি ‘কালা’র রিলিজ নিয়ে কর্ণাটকে সমস্যা হওয়ায় কর্ণাটক হাইকোর্টে আসেন ছবিটির মুক্তির দাবি নিয়ে। কাবেরীর জল ছাড়া নিয়ে তাঁর মন্তব্য কর্ণাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যথেষ্ট পীড়িত করেছিল। সুপারস্টারের নতুন সিনেমাটি গোটা দেশ জুড়ে রিলিজ করবে আগামী বৃহস্পতিবার। কিন্তু কর্ণাটকের ফিল্ম চেম্বার অব কমার্স ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্সের সভাপতি সা রা গোবিন্দু বলেন কাবেরী নিয়ে অভিনেতার করা মন্তব্যটিই এর জন্য দায়ী। নিউজ এজেন্সি প্রেস ট্রাস্ট ওব ইন্ডিয়া তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে, “এই নিষেধাজ্ঞা জারি থাকবে এখন। তার কারণ, ওঁর মন্তব্যের জন্য উনি ক্ষমা চাননি এবং আমরাও ওঁকে কোনওভাবে যেচে ক্ষমা করে দিতে যাব না”।

কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর তামিল সুপারস্টার রজনীকান্ত বলেছিলেন যে সরকারই ক্ষমতায় আসুক, কর্ণাটকের উচিত কাবেরীর জলটা ছেড়ে দেওয়া।
Advertisement
Advertisement