কল্যাণের শিবাজী চক এলাকায় ঘটনাটি ঘটেছে।
হাইলাইটস
- কল্যাণের শিবাজী চক এলাকায় ঘটনাটি ঘটেছে।
- বাইক থেকে ছিটকে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই মণিষা ভৈরকে পিষে দেয় বাস।
- পরিবারের সদস্যের সঙ্গে বাড়ি ফিরছিলেন মণিষা।
মুম্বই: প্রকাশ্যে এল এক মর্মান্তিক দুর্ঘটনার ছবি। বাইকে চড়ে যাওয়ার সময় চাকা গর্তে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লেন এক মহিলা। প্রায় প্রায় সঙ্গে দ্রুত গতিতে আসা একটি বাস তাঁকে পিষে দিয়ে চলে গেল। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়া মুম্বইতে। এবার প্রকাশ্যে এল সেই ফুটেজ। শহরের কল্যাণ এলাকার এই ঘটনা ঘিরে উঠছে অনেক প্রশ্ন।
ঘটনায় মৃত্যু হয়েছে মণিষা ভৈর নাম এক মহিলার। তিনি থানের একটি স্কুলে চাকরি করতেন বলে জানা গিয়েছে। ওই দিন বিকেল পরিবারে এক সদস্যের সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন মণিষা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কল্যাণের শিবাজী চক এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে একটি ছাতা খোলা অবস্থায় রয়েছে । জমা জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে তাঁদের বাইক। নিয়ন্ত্রণ হারান চালাক। টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান মণিষা। সামান্য কিছুক্ষণের মধ্যেই সব শেষ ! উঠে দাঁড়ানোর আগেই শরীরে উপর দিয়ে চলে যায় একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
লাগাতার বৃষ্টিতে মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন রাস্তা ভেঙে গিয়েছে। আর তার জেরেই ঘটছে এমন ঘটনা। শুধু এটি নয় গত কয়েকদিনে এরকম বেশ কিছু ঘটনার কথা জানা গিয়েছে। আহতও হয়েছেন অনেকে। অন্যদিকে বৃষ্টি থামার লক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে না। মুম্বইয়ে আবহাওয়া দফতরের মোট 26 টি স্টেশন রয়েছে। তার মধ্যে 14 টি থেকে গত দু-একদিনে 100 মিলিমিটারেরও বেশি পরিমাণে বৃষ্টির খবর মিলেছে। আবহাওয়া স্বাভবিক না হয় পর্যন্ত মেরামতির কাজও করতে পারছে না প্রশাসন। ফলে সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
রাস্তার বেহাল দশা নিয়ে এর আগেও প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এপ্রিলে একটি মামলার শুনানির সময় বম্বে হাইকোর্ট মন্তব্য করে মুম্বইকে স্মার্ট সিটি হিসেবে গড়তে রাজ্য সরকার যে উদ্যোগ নিচ্ছে তা প্রশংসা করার মতো। কিন্ত রাস্তার অবস্থা ভাল না হলে শহর স্মার্ট হতে পারে না!