This Article is From Mar 23, 2020

কনিকা কাপুরের সংস্পর্শে ১৬২ জন, ৬৩ জনের করোনা টেস্ট নেগেটিভ আর বাকিরা...

রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন কনিকা কাপুরের(Kanika Kapoor)  সংস্পর্শে এসেছিলেন ১৬২ জন।

কনিকা কাপুরের সংস্পর্শে ১৬২ জন, ৬৩ জনের করোনা টেস্ট নেগেটিভ আর বাকিরা...

কনিকা কাপুরের  সংস্পর্শে এসেছিলেন ১৬২ জন

হাইলাইটস

  • কনিকা কাপুরের সংস্পর্শে ১৬২ জন
  • ৬৩ জনের করোনা টেস্ট নেগেটিভ
  • বলিউড গায়িকা কনিকা কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত
নয়াদিল্লি:

বলিউড গায়িকা কনিকা কাপুর (Kanika Kapoor)) করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত। ভর্তি রয়েছেন লখনৌ এর একটি হাসপাতালে। আপনাদের জানিয়ে দিই কনিকা কাপুর ইংল্যান্ড থেকে ফিরেছিলেন, করোনা ভাইরাসের কোনও টেস্ট তিনি করেননি। এমন কী এই সময়ে তিনি পার্টিতেও গিয়েছিলেন। যদিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই তিনি জানিয়েছিলেন। তথ্য গোপন করার জন্য কনিকা কাপুরকে ক্রমাগত ট্রোল করছেন মানুষজন। রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন কনিকা কাপুরের  সংস্পর্শে এসেছিলেন ১৬২ জন। রিপোর্ট অনুযায়ী ১২০ থেকে ১৩০ জনের স্যাম্পল নেওয়া হয়েছে করোনা টেস্টের জন্য। কনিকা কাপুর এর পার্টিতে আসা ১৬২ জনের মধ্যে ৩৫ জন কানপুর থেকে  এসেছিলেন। এখনও পর্যন্ত ৬৩ জনের স্যাম্পল নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। তাদের প্রত্যেকেরই করোনা নেগেটিভ এসেছে। রিপোর্টে জানা যাচ্ছে কনিকা যে হোটেলে ছিলেন সেই হোটেলে ভারতের সঙ্গে একদিনের সিরিজ খেলতে আসা দক্ষিণ আফ্রিকার গোটা টিম ছিল। যদিও বিসিসিআই এখন এই বিষয়ে কিছু জানায়নি।

করোনা মোকাবিলায় বুধবার থেকে দেশে বন্ধ সমস্ত বিমান চলাচল, জানাল কেন্দ্র

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও নিয়ম না মানার জন্য ইতিমধ্যেই কনিকা কাপুরের বিরুদ্ধে উত্তরপ্রদেশে তিনটি এফআইআর দায়ের হয়েছে। শিল্পী কনিকা কাপুরের জন্ম ভারতে হলেও এখন তিনি ইংল্যান্ডের বাসিন্দা। ১৯৯৭ সালে কণিকার বয়স যখন ১৮ বছর সেই সময় এনআরআই ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের তিন সন্তান হয়। ২০১২ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। কনিকা কাপুর চিটিয়া কালাইয়া ( রাই)লাভলি( হ্যাপি নিউ ইয়ার)দেশীয় লুক(এক পহেলি লীলা)প্রেমিকা(দিলবালে) ডা ডা ডাসসের( উল্টা পঞ্জাব)মতো গান গেয়েছেন।

.