নর্দমার জল, আবর্জনার স্তূপের ওপর বসে ভোট চান আয়াজ মেমন মোতিওয়ালা
ভোট বড়ো বালাই! এই মাসের সাধারণ নির্বাচনের জন্য যখন প্রস্তুত হচ্ছে গোটা পাকিস্তান, ঠিক তখনই এক রাজনীতিবিদের ‘অনন্য’ প্রচার পদ্ধতি নজর কেড়ে নিল গোটা নেট দুনিয়ার। করাচির নির্দল প্রার্থী আয়াজ মেমন মোতিওয়ালা নির্বাচনী প্রচারে এসে আবর্জনার স্তূপ, নর্দমার ময়লা জল ইত্যাদির ওপর বসে পড়ে ভোট প্রার্থনা করছিলেন। এই অদ্ভুত প্রচারপদ্ধতি বেছে নেওয়ার একটাই কারণ, শহরের অস্বাস্থ্যকর এবং ত্রুটিপূর্ণ নিকাশিপদ্ধতির দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করা। বলেন আয়াজ মেমন।
ফেসবুকে একটি লাইভও করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, আয়াজ মেমন নর্দমার জলের ওপর বসেই নেই শুধু, এই অদ্ভুত প্রচারের অংশ হিসাবে ওই জল খেয়েও নিচ্ছেন তিনি।
আবর্জনার স্তূপের ওপর বসে পড়া, নর্দমার জল এবং খানাখন্দের ভিতর জমা জলে গা এলিয়ে শুয়ে থাকা অবস্থার ছবি তিনি নিজেই শেয়ার করেছেন ফেসবুকে।
বৃহস্পতিবার ওই ছবিটি ফেসবুকে শেয়ার করার পর 1800’র বেশি লাইক এবং শয়ে শয়ে কমেন্ট পড়ে ছবিটির তলায়।
“পুরো নাটক”, লিখেছেন একজন মন্তব্যকারী। আরেকজন লিখেছেন, “দারুণ কাজ করেছেন, স্যার”।
এই প্রচার পদ্ধতিটিকে ভালোবাসুন অথবা ঘৃণা করুন, কিন্তু এ কথা অনস্বীকার্য যে, আগামী 25 জুলাইয়ের সাধারণ নির্বাচনের আগে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেন করাচির নির্দল প্রার্থী আয়াজ মেমন মোতিওয়ালা।
Click for more
trending news