This Article is From Jun 17, 2020

চুরি করেও সমস্ত ফেরত দিয়ে দিল পাকিস্তানের দুই চোর, জড়িয়ে ধরল মুহ্যমান ব্যক্তিকে!

পালানোর পরিবর্তে তার কাছে এসে জিনিস ফিরিয়ে দেয় তারা। এমনকি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে এবং গাড়ি করে ফের চলে যাওয়ার তাকে সান্ত্বনা দিয়ে করমর্দন করতেও দেখা গিয়েছে।

চুরি করেও সমস্ত ফেরত দিয়ে দিল পাকিস্তানের দুই চোর, জড়িয়ে ধরল মুহ্যমান ব্যক্তিকে!

মন ভালো করা ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে।

চুরি করেও জিনিসপত্র ফিরিয়ে দিল চোরেরা, শুধু তাই নয় জড়িয়েও ধরল টাকা খুইয়ে ফেলা শোকস্তব্ধ ব্যক্তিকে! পাকিস্তানের দুই চোরের ঘটনা অনলাইনে ব্যাপক ভাইরাল এখন। জিও নিউজের খবর অনুযায়ী, অদ্ভুত তবে মন ভালো করা ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ফুড ডেলিভারি পার্সন ডেলিভারির পরে নিজের বাইকে ফের চেপে পাড়ি দেওয়ার জন্য এগোচ্ছেন।

ফুটেজে দেখা গিয়েছে দু'জন চোর নিজেদের বাইকে করে ওই ডেলিভারি পার্সনের খুব কাছে গিয়ে থামেন। চোররা প্রথমে ওই ব্যক্তিকে ভয় দেখানোর চেষ্টাও করে বলে গাল্ফ নিউজ জানিয়েছে। একজন চোর যখন বাইক থেকে নেমে ওই ব্যক্তির কাছ থেকে তার মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, অন্যজন তখন বাইকেই চেপে নজর রাখছিল।

তবে ডাকাতির চেষ্টা চলাকালীন ডেলিভারি পার্সন ভেঙে পড়েছিলেন, তার কষ্টার্জিত অর্থের এমন পরিণতিতে হতবাক হয়ে পড়ছিলেন তিনি। এটা দেখেই চোরদের মন বদলে যায় এবং পালানোর পরিবর্তে তার কাছে এসে জিনিস ফিরিয়ে দেয় তারা। এমনকি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে এবং গাড়ি করে ফের চলে যাওয়ার তাকে সান্ত্বনা দিয়ে করমর্দন করতেও দেখা গিয়েছে।

এই অনন্য অসফল ছিনতাইয়ের ভিডিওটি কয়েক দিন আগে পোস্ট করা, ইতিমধ্যেই হাজার হাজার মতামত ও মন্তব্য জমা পড়েছে এই ভিডিওতে। দেখুন সেই ভিডিও:

“মানবিকতা আর দয়ার একটি ছোট্ট কাজ আমাদের চোখ জলে ভরে দিল। এই ঘটনাই বলে দিচ্ছে কোন ধরণের বিষাক্ত পরিবেশে আমরা বাস করি। ছোট ছোট বিষয়গুলি বড় পার্থক্য গড়ে দেয়,” মন্তব্য বিভাগে একজন লিখেছেন।

আরেকজন লিখেছেন, “এই ঘটনা আমার মনে ফের মানবতার আশার জন্ম দিল।”

জিও নিউজের খবর অনুসারে, করাচিতে এই ঘটনাটি ঘটেছিল বলে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কোন থানার এক্তিয়ারে এই অপরাধ ঘটেছিল তা এখনও  জানা যায়নি।

গত বছর, ব্যাঙ্কের ব্যালেন্স জানার পরে এক ব্যক্তির কাছ থেকে চুরি করা অর্থ ফেরত দেওয়ার পরে ইন্টারনেট জগতের সহানুভূতি এবং প্রশংসা অর্জন করেন এক চোর।

Click for more trending news


.