কার্গিল বিজয় দিবসের ২১তম বর্ষপূর্তি।
নয়াদিল্লি: আজ কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)। আজ থেকে ২১ বছর আগে ভারতীয় ভূখণ্ডের একাধিক পিক দখল করে রাখা পাক সেনাকে জবাব দিয়েছিল ভারতীয় সেনা (Indian Army)। বাজেপয়ীর নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকারের আমলে ভারতীয় সেনার এই কীর্তি প্রতিবছর স্মরণ করেন দেশবাসী। সেই প্রথার ব্যতিক্রম হল না এবছর। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh-Amit Shah), রাজ্যমন্ত্রী শ্রীপাদ নায়েক এবং তিন বাহিনীর প্রধান ন্যাশনাল ওয়ার মিউজিয়াম গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সংবাদসংস্থা এএনআই প্রতিরক্ষামন্ত্রী ও তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধাজ্ঞাপনের সেই ভিডিও টুইট করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা জানিয়ে টুইট করেন।
কেন্দ্রীয় এই দুই মন্ত্রী ছাড়াও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও টুইট করে শ্রদ্ধা জানান। দেখুন সেই টূইট:
(ANI থেকে সংগৃহীত)
ভিডিও: ৩৪ বছর দেশের সেবায় নিয়োজিত থেকে রবিবার অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার মিগ-২৭