This Article is From Jul 26, 2019

আজ সন্ধে ৬টায় কর্নাটকে নয়া সরকারের শপথ, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বি এস ইয়েদুরাপ্পা

"আজই সন্ধে ৬টায় শপথ গ্রহণ", কর্নাটকের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর জানালেন বিজেপি প্রধান বি এস ইয়েদুরাপ্পা

আজ সন্ধে ৬টায় কর্নাটকে নয়া সরকারের শপথ, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বি এস ইয়েদুরাপ্পা

শুক্রবার সন্ধেয় কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বি এস ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু:

শুক্রবার সকালেই কর্নাটকের বিজেপি (Karnataka BJP) প্রধান বিএস ইয়েদুরাপ্পা (BS Yeddyurappa) রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গড়ার দাবি জানালেন, আজ (শুক্রবার) সন্ধে ৬টায় কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। তিনদিন আগে আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় এইচডি কুমারাস্বামী জোট সরকার। "এইমাত্র আমি সরকার গড়ার দাবি জানালাম রাজ্যপালের কাছে গিয়ে। আজ (শুক্রবার) সন্ধে ৬টা থেকে ৬টা ১৫ নাগাদ নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে", কর্নাটকের রাজ্যপাল ভিজুভাই ভালার সঙ্গে সাক্ষাতের পর ওই কথা জানান কর্নাটকের (Karnataka) তিনবারের মুখ্যমন্ত্রী শ্রী ইয়েদুরাপ্পা। কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ বৃহস্পতিবারই তিন বিদ্রোহী বিধায়ককে অযোগ্য ঘোষণা করে বিধানসভার বিধায়ক সংখ্যা হ্রাস করেছেন, ঠিক তার একদিন পরেই, আজ অর্থাৎ শুক্রবার, ইয়েদুরাপ্পার এমন ঘোষণা একেবারেই অপ্রত্যাশিত ছিল।

আস্থা ভোটে কুমারস্বামী সরকারের পতন, “কর্মফল”, প্রতিক্রিয়া বিজেপির

বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেসের রমেশ জারকিহোলি ও মহেশ কুমাথাহল্লিকে বিধায়ক পদে অযোগ্য ঘোষণা করেন কর্নাটক (Karnataka) বিধানসভার অধ্যক্ষ। তৃতীয় অযোগ্য বিধায়ক হলেন রানেবেন্নুর কেন্দ্রের আর শঙ্কর। দুই নির্দল বিধায়কের মধ্যে অন্যতম হলেন তিনি।

কর্নাটকে সরকার গঠনের দাবি জানাবেন বিএস ইয়েদুরাপ্পা, আরএসএসের "আশীর্বাদ"-এর অপেক্ষায় তিনি

স্পিকার বলেন তিনি তাঁর দলকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, সুতরাং এর প্রভাব পড়বে কংগ্রেসে।

.