Karnataka Election Results 2018: কর্নাটকে তিন লোকসভা এবং দুই বিধানসভা নির্বাচনের ভোট গণনা
Karnataka Election Results 2018: আজ কর্নাটকে তিন লোকসভা এবং দুই বিধানসভা নির্বাচনের ভোট গণনা। শিভামোজ্ঞা, বাল্লারি এবং মান্ড্য লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এছাড়া ঝামখান্ডি এবং রামনগড় বিধানসভারও উপনির্বাচন হয়েছে। একযোগে সরকার চালানো কংগ্রেস এবং জেডিএস এই পাঁচটি আসনেও একত্রিত হয়েই লড়ছে। অন্যদিকে লড়ছে বিজেপি। এই উপনির্বাচনে প্রার্থী তালিকাও বেশ চমকপ্রদ। বর্তমান মুখ্যমন্ত্রী কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্রর মতো হেভিওয়েটদের লড়াই দেখেছে কর্ণাটক। লড়াইতে আছেন আরও তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়রা। আগামী কয়েক দিনের মধ্যে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হবে। তাছাড়া লোকসভা নির্বাচনও এগিয়ে আসছে। এমতাবস্থায় এই পাঁচ কেন্দ্রের উপনির্বাচনের ফল কোনদিকে যায় তার উপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
দেখুন লাইভ আপডেটস
আমার মনে হয় আগামী নির্বাচনে মহাজোট হবে। আর সেই মহাজোটকে আশীর্বাদ করবে দেশের মানুষঃ কুমারস্বামী
আমার মনে হয় আগামী নির্বাচনে মহাজোট হবে। আর সেই মহাজোটকে আশীর্বাদ করবে দেশের মানুষঃ কুমারস্বামী
আমার মনে হয় আগামী নির্বাচনে মহাজোট হবে। আর সেই মহাজোটকে আশীর্বাদ করবে দেশের মানুষ।
সারা দেশ জোটের পক্ষে। যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে জোট হয়েছে সেখানেই ওদের হারতে হয়েছে। বিরোধী ঐক্য এবং মানুষের ভালবাসায় আমাদের জয় নিশ্চিত ।
অর্থবলের প্রসঙ্গ এলে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে প্রথমেই থাকবে বিজেপি। টাকার প্রশ্নে ওদের সঙ্গে কেউ পেরে উঠবে না বলে মনে করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী
মোদী হাওয়ার প্রভাব আর নেই। 2014 সালে পরিস্থিতি অন্য রকম ছিল। মোদীর কথায় মানুষ বিশ্বাস করেছিল। মানুষের মনে হয়েছিল দেষের অবস্থা বদলে দেবেন মোদী। তিনি অনেক প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু সাড়ে চার বছর বাদে সেই হাওয়া আর নেই। 2019: সালে আর ক্ষমতায় আসবেন না মোদী।
মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস এবং জেডিএসের জোট যথেষ্ট মজবুত বলে লোকসভার ফল ভাল হবে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস শিভামোজ্ঞা আসন আগে ছেড়ে দিলে আমাদের ফল ভাল হত।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, এই ভোট গুলির জন্য আমরা একসঙ্গে পরিকল্পনা করেছিলাম। কর্মীদের মধ্যে কিছু সমস্যা থাকলেও জোটের ব্যাপারে নেতাদের মধ্যে কোনও প্রশ্ন ছিল না।
এনডিটিভিকে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানালেন এটাই প্রত্যাশিত ফল
বিজেপির প্রাক্তন সাংসদের বোন জে সান্তাকে হারিয়ে বল্লারি দখল করল কংগ্রেস। ব্যবধান 2,43,161 টি ভোট।
কংগ্রেসের সঙ্গে আমাদের জোট নিয়ে প্রশ্ন করে আসছে বিজেপি। মানুষ ওদের জবাব দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ পূরণ করতে ওরা যা বলছিল সেটা প্রত্যাখ্যান করেছে মানুষঃ কুমারস্বামী
মান্ড্য লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন জেডিএস প্রার্থী এলআর শ্রীরামাগৌড়া। তাঁর জয়ের ব্যবধান 3,24,943 ভোট
প্রথমে অনেকে জোটের বিরোধিতা করেছিল। কিন্তু ফল পাওয়া গেল । আগে থেকে তৈরি হলে শিভামোজ্ঞাও জিততাম দাবি কুমারস্বামীর।
শিভামোজ্ঞা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র রাঘবেন্দ্র
বিজেপির আদর্শ নেই। আপনার যদি নিজের আদর্শ না থাকে তাহলে অন্য কারও অদর্শহীনতা নিয়ে কথা বলার অধিকারও নেই আপনার
বল্লারির মানুষ উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিয়ে এই কেন্দ্রে বদল এনেছেন,বললেন শিবকুমার
বিজেপির নাম না করে ডিকে শিবকুমার বলেন দক্ষিণ ভারতের অবস্থা দেখে আমার মনে হয় রামমন্দির নির্মাণ হবে না। মানুষ সমাজিক এবং আর্থিক ভাবে কী পেল সেটাই দেখবে।
ঝামখণ্ডি বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী। জিতলেন 39,480 ভোটের
জয় নিশ্চিত ধরে নিয়ে বল্লারিতে গণনা কেন্দ্রের বাইরে উৎসবে মেতে উঠলেন কংগ্রেসকর্মীরা।
প্রথম দিন থেকে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। এনডিটিভি কে বললেন শিবকুমার।
বিজেপির নাম না করে ডিকে শিবকুমার বলেন দক্ষিণ ভারতের অবস্থা দেখে আমার মনে হয় রামমন্দির নির্মাণ হবে না। মানুষ সমাজিক এবং আর্থিক ভাবে কী পেল সেটাই দেখবে।
ঝামখণ্ডি বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী। জিতলেন 39,480 ভোটের
কংগ্রেসের জয়ী প্রার্থী ডিকে শিবকুমার টুইট করে রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি নিজে রেকর্ড ভোটে জিতেছেন। তাঁর মনে হয় কংগ্রেস সভাপতি এব জেডিএস প্রধানের ' আশীর্বাদে' ই এটা সম্ভব হয়েছে।
জিতে গেলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী অনিতা কুমারস্বামী। বিজেপির প্রর্থীকে হারালেন 39,480 ভোটে ।
ব্যাঙ্গালুরুর পার্টি অফিসের বাইরে আনন্দে মেতে উঠলেন কংগ্রেস কর্মীরা।
জয় নিশ্চিত ধরে নিয়ে বল্লারিতে গণনা কেন্দ্রের বাইরে উৎসবে মেতে উঠলেন কংগ্রেসকর্মীরা।
জয় নিশ্চিত ধরে নিয়ে বল্লারিতে গণনা কেন্দ্রের বাইরে উৎসবে মেতে উঠলেন কংগ্রেসকর্মীরা।
মান্ড লোকসভা কেন্দ্রে আট রাউন্ড গণনার পর জেডিএস প্রার্থী এল আর শ্রীরামেগৌড়া এগিয়ে 1,60,277ভোটে।
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানলেন কংগ্রেস এবং জেডিএসের মধ্যে যে সম্পূর্ণ বোঝাপড়া আছে তা এই নির্বাচনের ফলে স্পষ্ট।
মান্ড লোকসভা কেন্দ্রে ছ' রাউন্ড গণনার পর জেডিএস প্রার্থী এল আর শ্রীরামে গৌড়া এগিয়ে 121963 ভোটে
মুখ্যমন্ত্রী কুমারস্বামির স্ত্রী রামনগড় কেন্দ্রে 13 রাউন্ড গণনার পর এগিয়ে আছেন 71613 ভোটে
বিজেপির জন্য অস্বস্তি বাড়িয়ে বল্লারি কেন্দ্রে অনেকটা পিছিয়ে পড়েছেন শ্রীরামুলুর বোন জে আস্থানা
এগারো রাউন্ড গণনার পর শিভামোগগা লোকসভা কেন্দ্রে 36,467 ভোটে এগিয়ে রয়েছেন রাঘবেন্দ্র
ঝামখান্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কুলকার্নি শ্রীকান্ত সুবারাওয়ের থেকে 29,116 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী আনন্দ সিদ্দু ন্যামগৌড়া।
কংগ্রেস এবং জেডিএস একত্রে লড়ে পাঁচটির মধ্যে চারটি আসনে এগিয়ে আছে।
মান্ড লোকসভা কেন্দ্রে জেডিএস প্রর্থী এগিয়ে 76952 ভোটে
মান্ড লোকসভা কেন্দ্রে জেডিএস প্রর্থী এগিয়ে 76952 ভোটে
ঝামখণ্ডি বিধানসভা কেন্দ্রে 29,116 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী
বল্লারি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভিএস উগরাপ্পা জয়ের কাছকাছি পৌঁছে গিয়েছেন। এখন 1,40,531 ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
রামনগড়ে জেডিএস প্রার্থী তথা মূখ্যমন্ত্রীর স্ত্র্রী 47,241 ভোটে এগিয়ে
বল্লারি কেন্দ্রে সাত রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী ভিএস উগরাপ্পা 1,18,856 ভোটে এগিয়ে আছেন।
মান্ড লোকসভা কেন্দ্রে 20,633 ভোটে এগিয়ে জেডিএস প্রার্থী
সাত রাউন্ড গণনার পর কংগ্রেসের আনন্দ সিদ্দু নয়ামাগুড়া ঝামখান্ডি থেকে 16, 516 ভোটে এগিয়ে।
বল্লরী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভি এস উগরাপ্পা 100723 ভোটে এগিয়ে আছে।
কর্ণাটক উপনির্বাচনে বিজেপির দুর্গ বল্লরি থেকে এগিয়ে কংগ্রেস
শিভামোজ্ঞা লোকসভা কেন্দ্রে 2627 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।
বল্লারি কেন্দ্রে পাঁচ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী ভিএস উগরাপ্পা । ব্যবধান 84,257 টি ভোট।
ঝামখান্ডি বিধানসভা কেন্দ্রে পাঁচ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী কুলকার্নি শ্রীকান্ত সুবারাওয়ের থেকে 9,555 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী আনন্দ সিদ্দু ন্যামগৌড়া।
শিভামোজ্ঞা লোকসভা কেন্দ্রে প্রথম রাউন্ড গণনার পর এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিএস -পুত্র রাঘবেন্দ্র। এ এনআই বলছে কংগ্রেস প্রার্থীর থেকে তিনি 3906 ভোটে এগিয়ে ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ঝামখান্ডি বিধানসভা কেন্দ্রে চার রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী কুলকার্নি শ্রীকান্ত সুবারাওয়ের থেকে 7149 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী আনন্দ সিদ্দু ন্যামগৌড়া।
বল্লারি কেন্দ্রে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী ভিএস উগরাপ্পা।
নভেম্বর মাসের 3 তারিখ তিনটি লোকসভা এবং দুটি বিধানসভার উপনির্বাচন হয়।
বিএস ইয়েদুরাপ্পা এম শ্রীমালু এবং সি এস পুত্তারাজ্জু পদ ছাড়ায় তিন লোকসভা আসনে আবার ভোট হয়েছে । অন্যদিকে এক বিধায়কের মৃত্যু এবং মুখ্যমন্ত্রী কুমারস্বামী একটি আসন ছেড়ে দেওয়ায় ভোট হয়েছে দুটি বিধানসভাতেও।
এই উপনির্বাচনে প্রার্থী তালিকাও বেশ চমকপ্রদ। বর্তমান মুখ্যমন্ত্রী কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্রর মতো হেভিওয়েটদের লড়াই দেখেছে কর্ণাটক। লোকসভা ও বিধানসভা মিলিয়ে ভোট মিলিয়ে মোট 31 টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।
সকাল 8 টা থেকে শুরু হয়েছে গণনা। সব মিলিয়ে 1248 জন কর্মীকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন
মান্ড লোকসভা দখল করতে মরিয়া বিজেপি।
বল্লারি লোকসভা থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন ডি শিবকুমার। গত বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস এবং জেডিএসকে কাছে আনার ব্যপারে তাঁর বিরাট ভূমিকা ছিল।
তিন লোকসভা এবং দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা শুরু।
জেডিএসের থেকে মান্ড্য ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। কিন্তু এই কেন্দ্রের 60 থেকে 70 শতাংশ ভোটার ভোকালিঙ্গা সম্প্রদায়ের। আর এই সম্প্রদায় বরাবর জেডিএসকে সমর্থন করে এসেছে।
এই আসনে কংগ্রেস প্রার্থী করেছে ডি কে শিবকুমারকে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং জেডিএসের মধ্যে হওয়া ভোট পরবর্তী সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিবকুমার
প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বল্লারি লোকসভা দখল করতে চায় কংগ্রেস- জেডিএস। এখানে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন সাংসদ বি শ্রিমাল্লুর বোন জে সান্তা।
২০০৯ সালে শিভামোজ্ঞা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্র জয়লাভ করেছিল।
বিজেপি-র জন্য শিভামোজ্ঞা বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
যে পাঁচটি ক্ষেত্রে আজ ভোট গণনা হবে তার মধ্যে শিভামোজ্ঞা- মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু। প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্রর মতো হেভিওয়েট প্রার্থী লড়াই করছে সেখান থেকে।
আর কিছুক্ষনের মধ্যেই শুরু হবে কর্নাটক উপ-নির্বাচনের গণনা। এর ফলাফল আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। তাই আজ প্রায় সারা ভারতের চোখই কর্ণাটকের দিকে আটকে আছে।