हिंदी में पढ़ें
This Article is From Jun 07, 2018

কর্ণাটকের মন্ত্রিসভা সম্প্রসারণ: কংগ্রেসের নেতাদের সঙ্গে দলের অধ্যক্ষ রাহুল গান্ধীর 'মন্থন'

কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণে 20 জনের বেশি মন্ত্রী শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে

Advertisement
অল ইন্ডিয়া

শপথ গ্রহণের আগে, এইচডি কুমারস্বামী দিল্লীতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সাথে সাক্ষাত করেন। (ফাইল ছবি)

Highlights

  • আজ কর্নাটকে মন্ত্রীমন্ডলের সম্প্রসারণ
  • কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের সাথে রাহুল গান্ধীর আলোচনা হয়েছে
  • কংগ্রেস কোটা থেকে 22 জন, জেডিএস কোটা থেকে 12 জন মন্ত্রী হবেন
নিউ দিল্লী: কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণে 20 জনের বেশি মন্ত্রী শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধীর সাথে দলের বরিষ্ঠ নেতারা সাক্ষাত করেন এবং দলীয় কোটা থেকে যে সমস্ত নেতারা শপথ গ্রহণ করবেন তাদের একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়, দলের ভারপ্রাপ্ত কে সি ভেনুগোপাল, উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর, কর্ণাটক কংগ্রেসের বরিষ্ঠ নেতা ডি.কে. শিবকুমার এবং দিনাশ গুন্ডুরও সাক্ষাত করেন রাহুল গান্ধীর সাথে।

 এখানে পড়ুন: কর্ণাটক বিধানসভায় আস্থাভোটে জয় লাভ করলেন কুমারস্বামী 

Advertisement
সূত্র জানায়, এক ঘণ্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে, তাতে বুধবার মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। দুই দলের মধ্যে যে চুক্তি হয়েছে তা অনুসারে, কংগ্রেসের 22 জন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সহ জেডিএসের কোটা থেকে 12  জন মন্ত্রী থাকবে মন্ত্রী সভায়।

ভিডিও: কর্ণাটক: মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে সম্মতি 
  .  


Advertisement
সূত্র জানায়, বুধবার, কংগ্রেস কোটা থেকে প্রায় 12 জন মন্ত্রী এবং জেডিএস কোটা থেকে 8 জন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে।জেডিএসের মহাসচিব কুম্বার দানিশ আলী জানান, বিএসপি'র একমাত্র বিধায়ক এন. মহেশ আজ শপথ নেবেন। তিনি বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্রকে আমন্ত্রণ করা হবে।

(ইনপুট ভাষা থেকে)
Advertisement