This Article is From May 17, 2018

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন ইয়েদুরাপ্পা

ইয়েদুরাপ্পাকে শপথ গ্রহণ আটকানোর চেষ্টা করতে কংগ্রেস মাঝরাতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন ইয়েদুরাপ্পা

মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু: মাঝরাতে কংগ্রেস আর জেডিএসের পিটিশনের দাবী না মেনে সুপ্রিম কোর্টের সম্মতিতে অবশেষে বিজেপি প্রধান ইয়েদুরাপ্পা আজ সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন। কংগ্রেস আর জেডিএস এই শপথ গ্রহণ বন্ধ করার দাবীতে এই পিটিশন জমা করে ছিল। রাজ্যপাল বাজুভাই বালা সন্ধ্যে বেলা বিজেপিকে জানায় তারা সরকার গঠন করুন আর 15 দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের প্রমান দিয়ে দিক।  এমন কি স্বাধীনভাবে 222টি সিটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তাদের মোট 7টি সিট কম ছিল।  বুধবার বিকেল অবধি রাজ্যপাল কংগ্রেস আর জেডিএসের নেতাদের সাথে দেখা করে তাদেরকেও সরকার গঠন করার নাকি অনুমতি দেয়।  কিন্তু সন্ধ্যের পর চিত্রনাট্য পুরো বদলে যায়।

যে 222টি আসনে নির্বাচন হয়েছিল, বিজেপি সেখান থেকে পেয়েছে 104টি আসন। কংগ্রেস জিতেছে 78টি আসনে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জেডি(এস) এবং তাদের প্রাক-নির্বাচনী জোটশরিক বিএসপি পেয়েছে 38টি আসন। পরাজয়ের পরেই জরুরি ভিত্তিতে কংগ্রেস জেডি(এস) নেতৃত্বের সঙ্গে কথা চালাচালি করতে আরম্ভ করে। দু’পক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী, এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বে জেডি(এস) সরকারকে সমর্থন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়। দর কষাকষি নিয়ে সতর্ক কুমারস্বামী জানিয়ে দিয়েছেন, “আমাদের বিধায়কদের আমরা চোখে চোখে রাখছি, যাতে তারা বিকিয়ে না যায়”।

.