কর্ণাটক নির্বাচন নিয়ে রাহুল গান্ধী তীব্র আক্রমণে বিঁধলেন নরেন্দ্র মোদিকে।
নিউ দিল্লি:
মুখ্যমন্ত্রী পদ থেকে ইয়েদুরাপ্পার সরে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই মুখ খুললেন রাহুল গান্ধী কর্ণাটকের সদ্যসমাপ্ত রাজনৈতিক যুদ্ধটিকে সটান টেনে নিয়ে গেলেন নরেন্দ্র মোদির দরজায়। তিনি বলেন, কর্ণাটকের বিধানসভায় অন্য দলের বিধায়ক কেনাবেচার যে খেলাটা শুরু করার চেষ্টা করেছিল, তা আসলে নরেন্দ্র মোদির মস্তিষ্কপ্রসূত। যে ধারণা তাঁর প্রতি গড়ে উঠেছছিল যে, তিনি দুর্নীতির বিরূদ্ধে লড়াইতে নেমেছেন, সেটিও সর্বৈব মিথ্যে।
“উনি ( নরেন্দ্র মোদি ) হলেন দুর্নীতি”। রাহুল বলেন। তিনি তাঁর দলের নেতা এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানান, যাঁরা তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। “আমি খুব গর্বিতভাবে এটুকু বলতে পারি, ওদের দেখিয়ে দেওয়া হল যে- এটা ভারত। এখানে ক্ষমতাই সব নয়, অর্থই সব নয়, মানুষের ইচ্ছাশক্তিই সব”। বলেন রাহুল।
104টি আসন নিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার থেকে আটটি আসন দূরে ছিল। কিন্তু, কর্ণাটকের রাজ্যপাল তাদেরই সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানায়। বি এস ইয়েদুরাপ্পার দল কংগ্রেস এবং জেডিএসেস জোটের বিধায়কদের কাছে সমর্থনের জন্য পৌঁছতে চেয়েছিল।
কংগ্রেস-জেডিএস জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, বিজেপি তাদের বিধায়কদের ক্রমাগত ঘুষের লোভ দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে। কংগ্রেস কয়েকটি অডিও-টেপ প্রকাশ করে এই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য।
এই ভয় থেকেই, ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে, বিরোধীরা নিজের দলের বিধায়কদের রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন।