This Article is From Oct 22, 2019

বুধবার নাও হতে পারে কর্তারপুর করিডর চুক্তি স্বাক্ষরিত, খবর সরকারি সূত্রে

৯ নভেম্বর, প্রথম দফার শিখ ধর্মের তীর্থযাত্রীরা যাবেন বলে আশা করা হচ্ছে

চার কিলোমিটার কর্তারপুর করিডরের (Kartarpur Corridor) কাজ প্রায় শেষের পথে

নয়াদিল্লি:

বুধবার পাকিস্তানের (Pakistan)সঙ্গে কর্তারপুর করিডর (Kartarpur corridor) চুক্তি নাও হতে পারে, এমনটাই জানিয়েছে একটি সরকারি সূত্র। তারা এই চুক্তির কোনও নির্দিষ্ট দিন ধার্য করতে পারেনি, বলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ একটি খাঁটি যুক্তি দেবে। কোনও ভিসা ছাড়াই চার কিলোমিটার সীমান্ত করিডর দিয়ে যাতে ভারতের তীর্থযাত্রীরা গুরুদুয়ারা দরবার সাহিব (Gurdwara Darbar Sahib) যেতে পারেন, তারজন্য এই চুক্তি স্বাক্ষর করতে প্রথমে ২৩ অক্টোবর দিন ধার্য করে ভারত। ৯ নভেম্বর, প্রথম দফার শিখ ধর্মের তীর্থযাত্রীরা যাবেন বলে আশা করা হচ্ছে। চু্ক্তি নিয়ে সমস্ত বিষয়েই ঐক্যমতে পৌঁছেছে বলে উল্লেখ করে ভারত।

৮ নভেম্বর Kartarpur Corridor উদ্বোধন করবেন মোদি: হরসিমরত কৌর

শুধুমাত্র, শিখ তীর্থযাত্রীদের ওপর পাকিস্তানের ধার্য করা ২০ ডলার লেভি ছাড়া, বাকিগুলিতে একমত হয়েছে দুই দেশ। এই মতনৈক্যের ফলে, মন্দিরে যেতে ইচ্ছুক তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশনের দিনও পিছিয়ে যায়, এই মন্দির বা গুরুদুয়ারটি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধিস্থল মনে করা হয়।

এর আগে, পাকিস্তানের দৈনিক সংবাদ, দ্য ডন তাদের দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সলকে উদ্ধৃত করে জানায়, সার্ভিস চার্জ মতনৈক্যের সমাধান করা হয়েছে।

মনে করা হচ্ছে, এই ২০ ডলার সার্ভিস চার্জের মাধ্যমে, প্রত্যেকমাসে পাকিস্তানের আয় হবে ২১ কোটি টাকারও বেশী, আর এতেই অসন্তুষ্ট ভারত। এই পদক্ষেপের বিরোধিতা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, কেন্দ্রীয়মন্ত্রী হরসিমরত কৌর বাদল।  

Kartarpur Corridor: সেতু তৈরিতে সম্মতি পাকিস্তানের, দিনে ৫ হাজার তীর্থযাত্রী যাবেন করিডর দিয়ে

সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওয়ে হরসিমরত কৌর বাদলকে বলতে দেখা গিয়েছে, এই সার্ভিস চার্জ দেশের অর্থনীতিকে সমৃ্দ্ধ করবে, এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের “খুবই লজ্জার” বিষয়। তাঁর কথায়, “কীভাবে একজন গরীব ভক্তের পক্ষে এই অর্থ দেওয়া সম্ভব? বিশ্বাসের নামে ব্যবসা শুরু করেছে পাকিস্তান। এই অর্থ দেশের অর্থনীতিকে চাঙ্গা  করবে, ইমরান খানের এই মন্তব্য লজ্জাজনক”। 

অমরিন্দর সিং এও দাবি করেন যে, এমন একটি ফি কার্যকর করার ফলে, গরীব ভক্তরা তাঁদের মনে পুষে রাখা, গুরু নানকের অন্তিম বিশ্রামস্থল দর্শনের স্বপ্ন বাস্তবায়িত করা থেকে বঞ্ছিত হবেন। ট্যুইটে তিনি লেখেন, “এই ঐতিহাসিক গুরুদুয়ারার “খুল্লা দর্শন” থেকে এই সমস্ত  মানুষদের বঞ্ছিত করা যাবে না”।

কার্তারপুর করিডরের শিলান্যাস করলেন ইমরান, ১০টি পয়েন্ট

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বলেন, ৯ নভেম্বর এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইমরান খান, তার তিনদিন পরেই, গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকি। ভারতের দিকের অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

.