This Article is From Nov 28, 2018

কার্তারপুর করিডরের শিলান্যাস করলেন ইমরান, ১০টি পয়েন্ট

শিখ সম্প্রদায়ের পবিত্র ধর্মস্থানে সহজে পৌঁছতে  কার্তারপুর করিডরের  শিলান্যাস হল। পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খান এই করিডরের শিলান্যাস করেন।

কার্তারপুর করিডরের  শিলান্যাস করলেন ইমরান, ১০টি পয়েন্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খান এই করিডরের শিলান্যাস করেন।

হাইলাইটস

  • পবিত্র ধর্মস্থানে সহজে পৌঁছতে কার্তারপুর করিডরের শিলান্যাস হল
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই করিডরের শিলান্যাস করেন
  • এই অনুষ্ঠানে গড় হাজির ছিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ
নিউ দিল্লি: এই অনুষ্ঠানে গড় হাজির ছিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। একই সঙ্গে  তিনি জানান সার্ক সম্মেলনেও গড় হাজির থাকবে ভারত।

রইল দশটি গুরুত্বপূর্ণ তথ্য

  1. কার্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানের গুরুদাসপুরের পবিত্র গুরুদ্বারা  যুক্ত হবে। আজ  এই প্রকল্পের শিলান্যাস হল।
     

  2. সম্প্রতি এই করিডর গড়ার ব্যাপারে  সম্মতি দিয়েছে পাকিস্তান। আর একইসঙ্গে  পাকিস্তানে হতে চলা  সার্ক  সম্মলনেও হাজির থাকতে অনুরোধ করা  হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু তাতে হাজির থাকবেন না ভারতের কোনও  প্রতিনিধি।  
     

  3. বিদেশমন্ত্রী বলেন,  আমি নিজে পাকিস্তানে গিয়েছিলাম। তারপর কী হয়েছে?  পাঠানকোটের হামলা। আরও পরে কী হয়েছে  উড়ির সেনা  ঘাঁটিতে জঙ্গি হানা 
     

  4. এই অনুষ্ঠানে  সিধুর উপস্থিতি ঘিরে বিপুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকেও ডাকা  হয়েছিল অনুষ্ঠানে। কিন্তু তিনি যাননি।
     

  5.  অমরিন্দর বলেন আমি সিধুকে জানাই  আমি পাকিস্তান যাচ্ছি না। তখন তিনি বলেন এটা তাঁর ব্যক্তিগত সফর। 
     

  6. এ সপ্তাহের গোড়ায় পাকিস্তানের সেনা প্রধানকেও কটাক্ষ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি বলেন কোন সেনা  স্কুলে নিজের দেশের সীমান্ত পার  করে  হামলা চালাতে  শেখায়, সেটা আমি জানতে চাই। 
     

  7.  ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েও পাক সেনা  প্রধানকে  জড়িয়ে ধরে  বিতর্কে জড়ান সিধু।. 
     

  8. শুধু তাই নয় ইমরানকে দেবদূতও বলেন সিধু।
     

  9.  অনুষ্ঠানে যোগ  দিতে  যাওয়ার আগে  দুই ক্লেন্দ্রীয়  মন্ত্রী শিখ সম্প্রদায়ের স্বপ্ন পূরণের কথা বলেন।. 
     

  10. পাকিস্তানের গুরুদাসপুরে  রবী নদীর  ধারে অবস্থিত  গুরুদ্বারকে পবিত্র ধর্মস্থল বলে  মনে  করা হয়।              


 

 

 



Post a comment
.