This Article is From Mar 09, 2020

"আরও পড়াশুনো করতে চাই", প্রধানমন্ত্রীর কাছে আবেদন ৯৮ বছরের বৃদ্ধার

রাজ্য সাক্ষরতা অভিযানের অধীনে পড়াশুনো করে চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন ওই বৃদ্ধা, তাঁকে দেখে পড়াশুনোয় উৎসাহ পেয়েছেন ১০৫ বছরের আরেক বৃদ্ধাও

Nari Shakti Puraskar: কার্থিয়ানী আম্মার থেকে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হাইলাইটস

  • ৯৮ বছর বয়সেও পড়াশুনোর ইচ্ছা রয়েছে কার্থিয়ানী আম্মা নামে কেরলের বৃদ্ধার
  • এ বছর রাষ্ট্রপতির হাত থেকে নারী শক্তি পুরস্কার পান তিনি
  • ওই বৃদ্ধার আশীর্বাদ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়া দিল্লি:

সবেমাত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে ''নারী শক্তি পুরস্কার'' পেয়েছেন ৯৮ বছরের কার্থিয়ানী আম্মা, আর এই পুরস্কার (Nari Shakti Puraskar) তাঁকে আরও এগিয়ে চলার শক্তি জোগাচ্ছে বলেই দাবি করেছেন তিনি। পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে আলাপচারিতার সময় আরও পড়াশুনো করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি (Karthiani Amma)। কার্থিয়ানী আম্মা ৯৮ শতাংশ নম্বর নিয়ে চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। "আমি সম্প্রতি চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাশ করেছি, এখন আমি আরও পড়াশোনা করতে চাই", প্রধানমন্ত্রীর কাছে আবদারের সুরে বলেন ওই বৃ্দ্ধা। তিনি আরও জানান যে তিনি এখন কম্পিউটার শিখতেও শুরু করেছেন। এরপরেই কার্থিয়ানী আম্মার থেকে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশে করোনা আক্রান্ত ৪১, কেরলে আক্রান্ত ৩ বছরের শিশু, জম্মু-কাশ্মীরে ১ মহিলা

কেরলের বাসিন্দা ওই বৃদ্ধাকে দেখে পড়াশুনোয় উৎসাহ পেয়েছেন ১০৫ বছরের আরেক বৃদ্ধা ভাগীরথী আম্মাও। রাজ্য সাক্ষরতা অভিযানের অধীনে পড়াশুনো করে তিনিও চতুর্থ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এর আগে রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্র (RBCC) আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ''নারী শক্তি পুরস্কার'' তুলে দেন দেশের কৃতি নারীদের হাতে। দেশের প্রথম নাগরিকের হাত থেকে এবার ওই সম্মান পান কার্থিয়ানী আম্মাও।

করোনা নয়, ডায়াবেটিসের কারণেই মৃত্যু মুর্শিদাবাদের যুবকের, দাবি স্বাস্থ্য অধিকর্তার

গোটা দেশে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে যাঁরা অবদান রাখেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আলাদা করে স্বীকৃতি প্রদান হিসাবে প্রতি বছর ৮ মার্চ  এই পুরস্কার তুলে দেওয়া হয়। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজের স্বীকৃতি হিসাবে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ''নারী শক্তি পুরস্কার'' নামে এই জাতীয় পুরস্কার দেয় কৃতি মহিলাদের।

.